আবারও এগিয়ে রিয়াল মাদ্রিদ
এসপানিওলকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়ে এনেছিল বার্সেলোনা। তবে আজ আলাভেসকে হারিয়ে সে ব্যবধান নিশ্চিতভাবে আবারও বাড়াবে রিয়াল মাদ্রিদ এটা অনুমিতই ছিল। হয়েছেও তা–ই। আলাভেসের বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ; পৌঁছেছে লা লিগা শিরোপার আরও কাছাকাছি।
নিজেদের মাঠে বলের দখল আর আক্রমণে রিয়াল মাদ্রিদ অনেক এগিয়ে ছিল। পাল্টা আক্রমণে ভয়ংকর হয়ে উঠেছিল আলাভেসও। তবে কাজের কাজ করতে পারেনি তারা। রিয়ালের রক্ষণ দেয়াল ভেঙ্গে দারুন কিছু গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় অতিথিরা।
প্রথমার্ধের ১১ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকেরা। করিম বেনজেমার পেনাল্টি থেকে ১–০ গোলে এগিয়ে যায় জিদান শিষ্যরা। রিয়ালের ফেরলদ মদিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন আলাভেসের ডিফেন্ডার চিমো নাভারো। ভিএআর–এর সাহায্যে পেনাল্টি নিশ্চিত করেন রেফারি। সফল পেনাল্টির মাধ্যমে মৌসুমে নিজের ১৮ গোল পূরণ করেন রিয়ালের ফরাসি তারকা বেনজেমা। এ নিয়ে টানা তিন ম্যাচ পেনাল্টি পেল স্প্যানিশ জায়ান্টরা।
অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় রিয়াল। এ দিকে প্রথম গোল হজমের পর খেই হারিয়ে ফেলা আলাভেস খানিক পরেই আত্মঘাতী গোল খেতে বসেছিল। গোলরক্ষক কোনোমতে সেটা ঠেকান। প্রথমার্ধে দুই দল আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল। মার্কো অ্যাসেনসিওর গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। এ গোলেও অবদান রাখেন বেনজেমা। এই ফরাসি তারকার বাড়ানো বল সহজেই জালে পাঠান অ্যাসেনসিও। মিনিট দশেক পর ব্যবধান কমানোর সুযোগ পায় আলাভেস। তবে অতিথিদের রুখে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।
এ জয়ে ৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮০; দুইয়ে থাকা বার্সেলোনার সমান ম্যাচ খেলে পয়েন্ট ৭৬। এ জয়ের মধ্যদিয়ে চলতি মৌসুমে লা লিগা শিরোপার খুব কাছেই পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।