আতলেতিকোকে বিদায় বলে দিলেন সুয়ারেজ
সময় কত দ্রুতই না চলে যায়!
বার্সেলোনার কাছে দাম না পেয়ে দুই বছর আগে যোগ দিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদে। প্রথম বছরেই আতলেতিকোকে লিগ জিতিয়ে জাত চিনিয়েছিলেন লুইস সুয়ারেজ। ২১ গোল করে আতলেতিকোকে লিগ শিরোপা জেতানোর পেছনে তাঁর ভূমিকা ছিল অনেক বেশি।
কিন্তু এবার কাহিনিটা অত সুখকর ছিল না। আঁতোয়া গ্রিজমানের ফেরত আসা, ব্রাজিলিয়ান ম্যাতিউস কুনিয়া ও আর্জেন্টাইন আনহেল কোরেয়ার সঙ্গে পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্স, এই চারজনের সঙ্গে ঠিক পেরে উঠছিলেন না সুয়ারেজ। প্রায় সময় বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছিল। তাও লিগে ১১ গোল করেছেন।
সেটা হয়তো আতলেতিকোর জন্য যথেষ্ট ছিল না। থাকলে নিশ্চয়ই সুয়ারেজকে নতুন চুক্তির প্রস্তাব দিত দিয়েগো সিমিওনের দল। সেটা দেওয়া হয়নি। আর দেওয়া হয়নি দেখেই এই মৌসুম শেষে আতলেতিকো ছাড়ছেন সুয়ারেজ। আজ সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে শেষ লিগ ম্যাচে সুয়ারেজকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে দলটা।
অবশ্য আজ যে সুয়ারেজ ঘরের মাঠে আতলেতিকোর হয়ে শেষে ম্যাচ খেলতে নামবেন, সেটা আতলেতিকো জানিয়েই রেখেছিল। আজ ম্যাচের শুরু থেকেই তাই বেদনার বিউগল বেজেছে। আতলেতিকোর সমর্থকেরা ব্যানার এনেছিলেন, 'আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য লুইস তোমাকে ধন্যবাদ!'
ম্যাচটা অবশ্য জিতে সুয়ারেজকে ভালোভাবে বিদায় দিতে পারেনি আতলেতিকো। সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তাঁরা। সুয়ারেজের স্বদেশি ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজের গোলে আতলেতিকো এগিয়ে গেলেও পরে ইউসেফ এন-নেসেরি গোল করে সমতায় ফেরান সেভিয়াকে।
৬৫ মিনিট খেলতে পেরেছেন সুয়ারেজ, এরপর ম্যাতিউস কুনিয়াকে মাঠে নামানো হয়েছে। সুয়ারেজ এখনই ইউরোপ ছাড়তে চাইছেন না বলে জানিয়েছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
ফলে মেজর লিগ সকারের কোনো ক্লাবে হয়তো এখনই দেখা যাবে না এই উরুগুইয়ান স্ট্রাইকারকে।