আগামী বছর নিজের মালিকানাধীন ক্লাবে খেলবেন মেসি?
রোনালদো নাজারিও, ডেভিড বেকহাম...সাবেক ফুটবলারদের অনেকেই এখন সংগঠকের ভূমিকায়। যে দুজনের কথা এখানে বলা হলো, তাঁদের এখন ক্লাবের মালিক। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো স্পেন এবং ব্রাজিল, দুই জায়গায় দুটি ক্লাবের মালিক। আর বেকহাম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির মালিক। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও তাঁদের পথে হাঁটতে চান-আপাতত খবর এরকমই!
বেকহামের পথ ধরে মেসি নাকি এমএলএসে যেতে চাইছেন। গত বছর বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ডিরেক টিভির সাংবাদিক অ্যালেক্স ক্যানডালের খবর অনুযায়ী পিএসজির সঙ্গে মেসি আর নতুন চুক্তি করবেন না। তিনি বরং এমএলএসের দল ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। যে দলটির কিছু অংশের মালিকানা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেকহামের।
ক্যানডালের খবর অনুযায়ী মেসি শুধুই একজন খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামি যাবেন না। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনার অধিনায়ক নাকি ক্লাবটির ৩৫ শতাংশ শেয়ার কিনবেন।
সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসির ইন্টার মায়ামির শেয়ার কেনা এবং সেখানে নাম লেখানো নিয়ে ক্লাবটির মালিকদের একজন এবং নির্বাহী পরিচালক হোর্হে মাস গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, 'লিও এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাঁর দক্ষতা এখনো ফুরিয়ে যায়নি।'
মাস এটুকু বলেই থামেননি। বেকহামের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, 'আমার বিশ্বাস, ডেভিড বেকহামের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। মেসি যখন পিএসজি ছাড়বে, আমরা তখন তাঁকে ইন্টার মায়ামির একজন খেলোয়াড় আর আমাদের সমাজের অংশ হিসেবে চাই।'
তাঁর এই চাওয়া পূরণ হবে কি না-এমন প্রশ্নের উত্তরে মাস বলেছিলেন, 'এটা কি সম্ভব? আমরা এর জন্য চেষ্টা চালিয়ে যাব। আমি খুব আশাবাদী মানুষ। আমি এমন কিছু হতে দেখব? অঅমি তো বলব, এর সম্ভাবনা আছে।'
মেসিও এর আগে এমএলএসে নাম লেখানোর ইঙ্গিত দিয়েছেন। খুব বেশি আগের কথা নয়, ২০২০ সালেই মেসি একবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাস করার ইচ্ছা তাঁর আছে। সেখানকার জীবনযাপনের অভিজ্ঞতা তিনি নিতে চান। গত বছরেই মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজের ইন্টার মায়ামিতে নাম লেখানোর বিষয়ে গুঞ্জন উঠেছিল। এই মুহূর্তে ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন।