আঁধারে জ্বললেন ব্রাজিলের দোরিয়েলতন
সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি। আকাশে কালো মেঘের কারণে দিনেই ঘোর অন্ধকার। প্রতিকূল এই আবহাওয়ার মধ্যেও জ্বলে উঠতে সমস্যা হলো না দোরিয়েলতন গোমেজের। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের একমাত্র গোলেই জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চারটি করে গোল করে দুটি টুর্নামেন্টেই সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন দোরিয়েলতন। চোটের কারণে প্রিমিয়ার লিগের শুরু থেকে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সেটা দূর করে শুধু মাঠেই নামলেন না দোরিয়েলতন, গোল দিয়ে শুরু করলেন প্রিমিয়ার লিগও। বৈরী আবহাওয়ায় দলের প্রধান স্ট্রাইকারের গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারাটাই আবাহনীর জন্য বড় স্বস্তি।
একে তো বৃষ্টি, এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাঠ। ভালো ফুটবল খুব একটা আশা করা যায় না। খেলাও হয়েছে সে রকম। প্রতিপক্ষের অর্ধে লম্বা পাসে বল পাঠিয়ে গোল করার চেষ্টা করেছে দুই দল। আবাহনী এভাবে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করেছে, মুক্তিযোদ্ধা বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
পাঁচ ডিফেন্ডার খেলিয়ে আবাহনীকে আটকে দেওয়ার লক্ষ্য ছিল মুক্তিযোদ্ধার। এ কৌশলের জবাবে মাত্র দুটি গোলের সুযোগ তৈরি করেছে মারিও লেমোসের দল। অবশ্য দোরিয়েলতনের মতো সুযোগসন্ধানী খেলোয়াড় থাকলে একটা সুযোগই যথেষ্ট। চোট থেকে সদ্য ফেরা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে খুব বেশি দৌড়ঝাঁপ করতে দেখা গেল না আজ। কাজের কাজটি করে বাকি সময়ে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় করে গেলেন বেশি।
১২ মিনিটেই গোল। ম্যাচের মীমাংসা করে দেওয়া দোরিয়েলতনের গোলটি এসেছে একটা ক্রস থেকে। লেফটব্যাক নুরুল নাইমের ক্রসে গোলমুখে দৌড়ে এসে টোকা দিয়ে গোলটি করেন দোরিয়েলতন। আবাহনীর দ্বিতীয় গোলের সুযোগটি এসেছিল ৭২ মিনিটে। জুয়েল রানার ক্রসটি আরেকটু নিচুতে থাকলেই দানিয়েল কলিনদ্রেসের কল্যাণে স্কোরবোর্ডে আবাহনীর নামের পাশে ২ লেখা হতে পারত।
উঁচুতে থাকা বলে কলিনদ্রেস মাথা ছোঁয়াতে পারলেও তা যথেষ্ট ছিল না। চোটের কারণে মিডফিল্ডার রাফায়েল অগুস্তো ও ইমন মাহমুদ খেলতে না পারায় আজ আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে কলিনদ্রেসকে।
মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিংয়ের জয়
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের শেষ মুহূর্তে একমাত্র গোলটি করেছেন সাইফের রুয়ান্ডার সেন্টারব্যাক এমেরি বাইসেঙ্গে। যোগ করা সময়ে ফ্রি–কিক থেকে গোলটি করেছেন তিনি।