অবশেষে সানচোর শিকে ছিঁড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডে?
দুই বছর ধরে চলছে এই দলবদল নাটক।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের বাইরে কোনো খেলোয়াড় যদি গত দুই মৌসুমে দলবদলের বাজারে সবচেয়ে বেশি খবরের জন্ম দিয়ে থাকেন তিনি নিঃসন্দেহে জেডন সানচো। ইংলিশ এই উইঙ্গারের প্রতি ইউনাইটেডের অনুরাগ নতুন নয়।
গত বছরও সানচোকে পেতে দলবদলের পুরো সময় চেষ্টা চালিয়ে গেছে রেড ডেভিলরা। লাভ হয়নি। কিন্তু এবার আর তেমন হচ্ছে না। জার্মানি ও ইংল্যান্ডের নির্ভরযোগ্য সূত্রের খবর সত্যি মানলে, আগামী এক সপ্তাহের মধ্যেই সানচোর দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেবে বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড।
গতবার সানচোর জন্য ১২ কোটি ইউরো চাওয়া ডর্টমুন্ড এবার দাবিটা একটু কমায়। ২১ বছর বয়সী এই উইঙ্গারের জন্য দাম বেঁধে দেওয়া হয় সাড়ে নয় কোটি ইউরো। গত বছর সানচোর পেছনে ১২ কোটি ইউরো খরচে অনাগ্রহী ইউনাইটেডের এবার তাই টাকা দিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না।
সাড়ে নয় কোটি ইউরো কীভাবে হাতবদল হবে, এটাই এখন ডর্টমুন্ড-ইউনাইটেডের কথা চালাচালির মূল বিষয়। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই বছরের মধ্যে এখনই সানচোর ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তিন পক্ষের (ইউনাইটেড, ডর্টমুন্ড, সানচো) মনোভাবই ইতিবাচক।
সানচো নিজেও শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যই ক্লাব ছাড়তে চান। ইউনাইটেডে কত বেতন পাবেন, এসব কিছু তিন সপ্তাহ আগেই ইউনাইটেডের সঙ্গে নিশ্চিত করে ফেলেছেন সানচো। জানা গেছে, ইউনাইটেডে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করবেন সানচো।
সানচোর প্রতিভা নিয়ে কখনো সন্দেহ ছিল না। তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বোঝা গেছে কৈশোরেই। যেখানে তরুণ খেলোয়াড়েরা পেপ গার্দিওলার অধীনে খেলার জন্য ম্যানচেস্টার সিটিতে যাচ্ছিলেন, তখন ২০১৭ সালে সিটির একাডেমি থেকে বেরিয়ে এসেছিলেন সানচো।
ইংলিশ খেলোয়াড়েরা দেশ ছাড়তে চান না। সেখানে সিটির মূল দলে খেলার সুযোগ পাচ্ছেন না দেখে সিটি ছেড়ে জার্মানিতে পাড়ি জমিয়েছেন ১৭ বছরের সানচো। ফলাফল দুই বছর ধরে ডর্টমুন্ডের মতো ক্লাবের মূল একাদশে খেলছেন, চ্যাম্পিয়নস লিগেও নেমেছেন নিয়মিত।
এই যে ঝুঁকি নিতে জানা, পরিচিত পরিবেশ ছেড়ে ভিন্ন কোথাও যাওয়ার অকুতোভয় সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা সানচোকে আলাদা করে দিচ্ছে। ম্যাচের যেকোনো মুহূর্তে গতিপ্রকৃতি পাল্টে দেওয়ার ক্ষমতা তো আছেই।
দেখা যাক, সানচো এলে স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর লিগ জিততে না পারা ইউনাইটেডের কপাল ফেরে কি না!