অনুশীলন প্রায় ছেড়ে দেওয়া নেইমারের বেতন মেসির চেয়ে বেশি

এই অনুশীলনের মতো শুধু দৌড়েই নয়, বেতনেও মেসির চেয়ে এগিয়ে নেইমারছবি: রয়টার্স

ফরাসি সাময়িকী ‘লেকিপ’-এর তালিকা দেখে তাহলে লিওনেল মেসির ওপর রাগ কিছুটা কমতে পারে পিএসজি সমর্থকদের।

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে বোর্দো-পিএসজি ম্যাচে মেসি এবং নেইমারকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকেরা। এই ম্যাচের আগে পিএসজি সমর্থকদের চরমপন্থী গোষ্ঠী ‘কালেকটিফ আল্ট্রাস পারিস’ বিবৃতিতে বলেছিল, ‘আমাদের পিএসজিতে এমন খেলোয়াড় দরকার, যারা দলের সেবা করে, দল থেকে শুধু সেবা নেয় না...।’

অর্থাৎ পিএসজিতে পারফরমারের তুলনায় মোটা অঙ্কের বেতনের খেলোয়াড় বেশি কিংবা মোটা অঙ্কের বেতন নিলেও পারফর্মের বেলায় ঠনঠন—এমন কিছু বুঝিয়েছে পিএসজির সমর্থক গোষ্ঠী। আর এই রাগটা কাদের ওপর, তা তো বোর্দোর বিপক্ষে মেসি-নেইমারের ওপর রোষ উগড়ে দিয়ে বুঝিয়েছেন পিএসজির সমর্থকেরা।

নেইমার নিজেও হয়তো বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারছেন। অভিযোগ উঠেছে, নেইমার অনুশীলন করা প্রায় ছেড়েই দিয়েছেন। অনুশীলনে এলেও আসছেন মাতাল অবস্থায়। ঠিক এমন পরিস্থিতিতে ফরাসি সাময়িকীটি জানিয়েছে, ফ্রান্সের শীর্ষ লিগে নেইমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। অর্থাৎ নেইমারের ওপর পিএসজি সমর্থকদেরে রাগটা বাড়বে নিশ্চিতভাবেই।

গত বছর সেপ্টেম্বরে জানা গিয়েছিল, পিএসজিতে নেইমারের চেয়ে বেশি বেতন পান মেসি। কিন্তু লেকিপের হিসাব বলছে, পিএসজিতে নেইমারের মৌসুমপ্রতি বেতন তিন কোটি ইউরো। আর মেসির বেতন মৌসুমপ্রতি আড়াই কোটি ইউরো। করসহ হিসাব করে নিট বেতনের এই অঙ্কটা বের করা হয়েছে। তবে এই নিট বেতনের বাইরেও বিভিন্ন বোনাস থেকে আনুমানিক আরও দেড় কোটি ইউরো আয়ের সুযোগ আছে মেসির।

বেতনে নেইমার ও মেসির চেয়ে পিছিয়ে এমবাপ্পে
ছবি: রয়টার্স

কিলিয়ান এমবাপ্পে এ মৌসুমে পারফরম্যান্সে নেইমার-মেসিকে ছাড়িয়ে গেলেও বেতনে পিছিয়ে। কর দেওয়ার পর এমবাপ্পের মৌসুমপ্রতি নিট বেতন ২ কোটি ৬০ লাখ ইউরো। পিএসজিতে এখনো চুক্তির মেয়াদ বাড়াননি ফরাসি তারকা। মৌসুম শেষে তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ভাসছে ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজারে।

লেকিপ লিগ আঁর খেলোয়াড়দের কর ছাড়া মাসিক বেতনের হিসাব করেছে। কর ছাড়া নেইমারের মাসিক বেতন ৪০ লাখ ৮৩ হাজার ইউরো। সে হিসাবে বছরে ব্রাজিলিয়ান তারকার বেতন দাঁড়ায় ৪ কোটি ৮০ লাখ ইউরোর বেশি। কর দেওয়ার পর অবশ্য বেতনের এই অঙ্ক বেশ কমে আসবে। কর ছাড়া মেসির মাসিক বেতন ৩৩ লাখ ৭৫ হাজার ইউরো। বছরে অঙ্কটা দাঁড়ায় ৪ কোটি ৫ লাখ ইউরো।

বেতনের এই তালিকায় পিএসজির আধিপত্যটা একচ্ছত্র। বেতনে শীর্ষ ১৪ খেলোয়াড়ই পিএসজির। লিগ ওয়ানে বাকি দলগুলোর সঙ্গে পেট্রো ডলারে সমৃদ্ধ ক্লাবটির অর্থনৈতিক শক্তির পার্থক্য এখানেই পরিষ্কার।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে এবার ছিটকে পড়েছে পিএসজি। সে জন্য মেসি ও নেইমারকে দায় দিয়েছেন সমর্থকেরা। রাগটাও মেটাচ্ছেন দুই তারকার ওপর। গত পাঁচ বছরে পিএসজির সব ধরনের সাফল্য, চ্যাম্পিয়নস লিগে মনে রাখার মতো মুহূর্তে নেইমার নয়, এমবাপ্পেই ছিলেন। এ কারণেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে ছিটকে পড়ার পর গত সপ্তাহে সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়নি এমবাপ্পেকে।

ফরাসি লিগে বেতনে একচ্ছত্র আধিপত্য পিএসজির খেলোয়াড়দের
ছবি: রয়টার্স

সাম্প্রতিক সময়ে নেইমারের যে খেলায় মন নেই, সে কথাও বলেছেন আরএমসি স্পোর্টসের সাংবাদিক দানিয়েল রাইওলো। এল লারগেরোর বরাতে স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, রাইওলো দাবি করেছেন, ‘নেইমার এখন অনুশীলন বলতে গেলে করেই না। খুবই করুণ অবস্থায় আসে অনুশীলনে, প্রায় মাতাল অবস্থায়। এখন এমনই চলছে। পিএসজির ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে তাঁর মধ্যে। ক্লাব ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে।’

অথচ নেইমার ফ্রান্সের লিগে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়!