ভিনিসিয়ুস কেন পানির মধ্যে দৌড়াচ্ছেন
ভিনিসিয়ুস জুনিয়র এখন মাঠের বাইরে। ২৫ আগস্ট লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১–০ গোলের জয়ে ডান ঊরুর মাংসপেশিতে চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর জানা যায়, প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
চোটের কারণে ছিটকে গেলেও খবরের শিরোনাম ঠিকই হচ্ছেন ভিনিসিয়ুস। এবার তিনি খবরে এসেছেন চোট সেরে ফিরে আসার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তার জন্য। গতকাল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেটিই আলোচনায় এনেছে তাঁকে।
ভিডিওতে দেখা যায়, ভিনিসিয়ুস ট্রেডমিলে ধীরে ধীরে দৌড়াচ্ছেন। ট্রেডমিলে দৌড়ানো যে কারও জন্যই স্বাভাবিক এক ঘটনা। কিন্তু ভিনিসিয়ুসের ভিডিও দেখে সেটিকে স্বাভাবিক ভাবার কোনো কারণ নেই। তিনি স্নিকার পায়ে ট্রেডমিলে দৌড়াচ্ছেন এক ট্যাংক পানির মধ্যে।
পানির মধ্যে দৌড়ানোর বিষয়টিই ভ্রু কুঁচকে দিয়েছে সবার। ভিনিসিয়ুস কেন পানির মধ্যে দৌড়াচ্ছেন—এমন প্রশ্ন করেছেন অনেকেই। বিভিন্ন ধরনের মন্তব্যএ এসেছে। কেউ কেউ লিখেছেন—সে তার স্নিকারস নষ্ট করবে এবং সেটা কীভাবে নষ্ট হয়, তা নিজে চেয়ে চেয়ে দেখার ছোটবেলার স্বপ্ন পূরণ করছে।
ভিনিসিয়ুস যেটা করেছেন, এটা যে চোট থেকে সেরে ওঠার একটা উপায়, সেটা অস্বীকার করার উপায় নেই কারও। কিন্তু মূলত পানির মধ্যে দৌড়ানোটা কী কাজে আসবে বা কেমন করে কাজ করবে, সেটা কিন্তু ভিনিসিয়ুস নিজেও পরিষ্কার করেননি।