মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিলিয়ানরাও

ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপনছবি: রয়টার্স

হোসে আরনালদো দস সান্তোস ব্রাজিলের সমর্থক। প্রিয় দলকে সমর্থন দিতে কাতারে গিয়েছিলেন। কিন্তু হতাশ হতে হয়েছে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সান্তোস তাই বলে বিশ্বকাপ উপভোগ করা বাদ দেননি। শুধু সমর্থনটা পাল্টেছেন। একজন ব্রাজিলিয়ান হিসেবে তাঁর সমর্থন এখন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতি।

আরও পড়ুন

সাও পাওলোতে ফেরার পথে সংবাদ সংস্থা এএফপিকে দন্ত বিশারদ সান্তোস বলেন, ‘ফুটবলপাগল হিসেবে মনে করি, আর্জেন্টিনার এবারের বিশ্বকাপটা প্রাপ্য।’

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় উপভোগ করেছেন সান্তোস। গলা ফাটিয়েছেন আর্জেন্টিনার সমর্থনে। এমনকি সাও পাওলোর রাস্তায় আর্জেন্টিনার জার্সি পরে যাতায়াতও করছেন। এতে ‘কোনো লজ্জা নেই’ বলেই মনে করেন দস সান্তোস।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল
ছবি: রয়টার্স

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। আগামী রোববার লুসাইল স্টেডিয়ামে এই ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনদের মধ্যে পেলে ও ম্যারাডোনার মধ্যে কে সেরা, এ নিয়ে বিতর্ক চিরকালীন। দস সান্তোস সে বিতর্ক একপাশে সরিয়েই সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে, ‘জাতীয় দল নিয়ে আর্জেন্টাইনরা খুব আবেগী। এত ভালো একটা দলের কারণে তাদের সমর্থন দেওয়াই যায়।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

বিশ্বকাপের শুরুর দিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তাঁর দল বিশ্বকাপের শুরুর দিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তাঁর দল বিশ্বকাপ জিততে না পারলে কোনো ‘লাতিন আমেরিকান দল জিতলে’ তিনি খুশি হবেন। অর্থাৎ আর্জেন্টিনা যদি আগেই বাদ পড়ে যায় তাহলে স্কালোনির সমর্থন থাকবে লাতিন আমেরিকান দলের প্রতি।

এই মহাদেশ থেকে আর্জেন্টিনার ছাড়া বিশ্বকাপে শিরোপা জয়ের মতো দল শুধু ব্রাজিল ও উরুগুয়ে। উরুগুয়ের সাম্প্রতিক ফর্ম তেমন ভালো নয়। এবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। আর তাই অনেকেই ভেবে নিয়েছেন, স্কালোনির সমর্থন থাকবে ব্রাজিলের প্রতি। নেইমারদের সেই ব্রাজিলও বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।

ব্রাজিলের একটি তথ্য বিশ্লেষণী ফার্মের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ৩৩ শতাংশ ব্রাজিলিয়ান আর্জেন্টিনাকে নিজেদের ‘দ্বিতীয় দল’ হিসেবে দেখে। আর ৬০ শতাংশের বেশি ব্রাজিলিয়ান চান না, বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ট্রল ও খোঁচা মেরেছেন ব্রাজিলিয়ানরা। কিন্তু ব্রাজিলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আগে। ফাইনালে ওঠার আনন্দে ড্রেসিংরুমে ব্রাজিলকে খোঁচা মেরে গানও গেয়েছেন মেসিরা।

ব্রাজিলকে নিয়ে এবার অনেকে আশা করলেও প্রত্যাশা মেটাতে পারেনি তিতের দল
ছবি: রয়টার্স

তবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সমর্থন কিন্তু আর্জেন্টিনার প্রতি। পেলে হাসপাতাল থেকে সমর্থন জানিয়েছেন মেসিদের। রিভালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তোমার প্রশংসা করার ভাষা নেই লিওনেল মেসি। রোববার সৃষ্টিকর্তা তোমাকে তোমার মুকুট দেবেন। তুমিই এটার যোগ্য।’

ব্রাজিলের ৪৯ বছর বয়সী অর্থনীতিবিদ আলক্সান্দ্রে কালদাস এএফপিকে বলেন, ‘ব্রাজিল বাদ পড়ার পর আর্জেন্টিনাকে সমর্থন করছি। কারণ, মেসির মতো সেরা কাউকে দেখিনি। এই শিরোপাটা তারই প্রাপ্য।’

কালদাসের ৮ বছর বয়সী ছেলে বের্নার্দোও মেসির ভক্ত। এ নিয়ে কালদাস বললেন, ‘সে মেসির খুব ভক্ত। মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়। সে স্প্যানিশও শিখছে যেন মেসির কাছে অটোগ্রাফ চাইতে পারে।’