২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ম্যাচের মধ্যেই ইফতার করতে পারবেন সালাহ–মাহরেজরা

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহছবি: টুইটার

ইংল্যান্ডের বিভিন্ন লিগের ম্যাচ অফিশিয়ালদের বলা হয়েছে, রোজার সময় ম্যাচের মধ্যে খেলোয়াদের ইফতার করার সুযোগ করে দিতে। খবরটি জানিয়েছে স্কাই স্পোর্টস।

সন্ধ্যার ম্যাচে ইফতারের সময় হওয়ার পর অফিশিয়ালরা যেন খেলা স্বাভাবিকভাবে থেমে যাওয়ার সময়টায় খেলোয়াড়দের ইফতারের সুযোগ দেন এবং খেলোয়াড়েরা যেন পানীয়জাতীয় খাবার বা এনার্জি জেল খেয়ে রোজা ভাঙতে পারেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের রেফারিদের।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে মুসলিম খেলোয়াড়দের অনেকেই রোজা রেখেই খেলেন। লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ, ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ ও চেলসির ফরাসি তারকা এনগোলো কান্তে এর আগে রোজা রেখেই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। ইফতারের সময় হলে খেলার মধ্যেই কিছু খেয়ে রোজা ভাঙতে দেখা গেছে খেলোয়াড়দের। তবে সে জন্য আগে রেফারির অনুমতি নিতে হয়েছে দলের অধিনায়ককে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ইংল্যান্ডে ২১ বা ২২ মার্চ রোজা শুরু হবে। সে জন্য ইংল্যান্ডের শীর্ষ চার লিগের অফিশিয়ালদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। রেফারিদের বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে তাঁরা যেন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেন, কোন খেলোয়াড়ের ইফতারের বিরতি প্রয়োজন।

মেইল অনলাইন জানিয়েছে, ইফতারের সময় হয়ে যাওয়ার পর গোলকিক, থ্রো-ইন কিংবা নিয়মের ভেতর থেকে অন্য কোনো বিরতিতে খেলোয়াড়েরা রোজা ভেঙে ইফতার করতে পারবেন। কোন সময় বিরতিটা নেওয়া হবে, তা নির্ধারণ করতে ম্যাচের আগে ক্লাবগুলোকে রেফারিদের সঙ্গে কথা বলে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও পিজিএমওএলের (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেড) মন্তব্য পেতে এ নিয়ে দুটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল স্কাই স্পোর্টস।

দুই বছর আগে ক্রিস্টাল প্যালেস-লেস্টার সিটির মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ থামিয়ে খেলোয়াড়েরা রোজা ভেঙেছিলেন। সে ম্যাচে আধা ঘণ্টার মাথায় ইফতারের সময় হলে ক্রিস্টাল গোলকিপার ভিসেন্তে গুয়াতা কিক নিতে দেরি করেন এবং তাতে খেলোয়াড়েরা রোজা ভাঙার সুযোগ পান। স্কাই স্পোর্টসের দাবি, প্রিমিয়ার লিগের ম্যাচ থামিয়ে কোনো খেলোয়াড়ের রোজা ভাঙার প্রথম নজির এটি।

রেফারি গ্রাহাম স্কটের সঙ্গে ম্যাচের আগে এ নিয়ে আলাপ করে নিয়েছিল দুই ক্লাব। লেস্টার সিটির সেন্টারব্যাক ওয়েসলি ফোফানা এ জন্য পরে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন।