রোনালদো–নেইমারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলার কে
ইনস্টাগ্রামে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুসারীসংখ্যা ৬০ কোটি। পৃথিবীতে আর কারও ইনস্টাগ্রামে এত অনুসারী নেই। সেটি কি শুধুই রোনালদোর অমিত প্রতিভা আর সাফল্যের জন্য? মোটেও তা নয়।
রোনালদো সুদর্শন, তাঁর ফিটনেস যে কারও জন্য অনুকরণীয়, আর শারীরিক সৌন্দর্য তো আছেই—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ কিংবদন্তিকে নিয়ে সবার আগ্রহ একটু বেশিই।
অনেকে এ জন্য রোনালদোর আবেদনময়তার কথাও বলেন। ২০১২ সালে পিপল সাময়িকীতে ভোটে বছরের সবচেয়ে আবেদনময় ফুটবলার হয়েছিলেন রোনালদো। কিন্তু আল নাসর তারকা সেসব দিন পেছনে ফেলে এসেছেন। বয়স এখন তাঁর বয়স ৩৮ বছর। এ বয়সেও রোনালদোর দেহসৌষ্ঠব অতটা নষ্ট না হলেও তরুণদের সঙ্গে কি আর পারেন! ঘটেছেও সেটাই।
তুরস্কের কসমেটিক সার্জারি ক্লিনিক ‘দ্য ব্যাজ ক্লিনিক’ ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম পিন্টেরেস্ট–এ একটি জরিপ চালিয়েছে। সেখানে নেইমার ও রোনালদোকে পেছনে ফেলে ২০২৩ সালে বিশ্বের ‘সেক্সিয়েস্ট’ ফুটবলার হয়েছেন মার্কো আসেনসিও।
‘দ্য ব্যাজ ক্লিনিক’ বার্ষিক এই জরিপ কীভাবে করেছে, সেটি আগে জানিয়ে রাখা ভালো। পিন্টেরেস্ট ব্যবহারকারীরা ফুটবলারদের কতবার ‘পিন’ (ট্যাগ) করেছেন, তার ভিত্তিতে সবচেয়ে আবেদনময় ফুটবলারদের এই র্যাঙ্কিং করা হয়েছে। আর এই র্যাঙ্কিংয়েই সবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলার হয়েছেন পিএসজির স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো আসেনসিও।
এ বছর এখন পর্যন্ত পিন্টেরেস্টে ৯ লাখ ৩ হাজার ৩৬৪ বার পিন (ট্যাগ) হয়েছেন আসেনসিও। অন্য যেকোনো ফুটবলারের তুলনায় তাঁকে সবচেয়ে বেশি পিন করা হয়েছে। ৩ লাখ ৬৪ হাজার ৪৭৬ বার পিন হয়ে তালিকার দুইয়ে রোনালদো। ৩৮ বছর বয়সে এটাও কম কী! রোনালদোর পরই আছেন নেইমার। আল হিলালের ব্রাজিলিয়ান তারকাকে পিন্টেরেস্টে ২ লাখ ৭৫ হাজার ২৭৪ বার পিন (ট্যাগ) করা হয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি শীর্ষ তিনে থাকতে না পারলেও শীর্ষ পাঁচে আছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংল্যান্ড মিডফিল্ডার ম্যাসন মাউন্ট আবেদনে মেসির চেয়ে এগিয়ে। ২ লাখ ২৫ হাজার ২২৪ বার পিন করা হয়েছে মাউন্টকে—এই তালিকায় তিনি চতুর্থ। মেসিকে পিন করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৭০১ বার। আর্জেন্টাইন তারকা তালিকার পাঁচে। পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সপ্তম। ১ লাখ ৩৬ হাজার ১৫৫ বার পিন হয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী। তাঁর চেয়ে বেশিবার পিন (১ লাখ ৪৪ হাজার ৮৯৫) হয়ে ষষ্ঠ রিয়াল মাদ্রিদের ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহাম।
শীর্ষ ১০–এ একজন এশিয়ানও আছেন। টটেনহামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং–মিনকে ১ লাখ ২৫ হাজার ৬৩০ বার পিন করা হয়েছে পিন্টেরেস্টে—এই তালিকায় তিনি অষ্টম। ৯–এ ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান (১ লাখ ২৪ হাজার ৯৬৭ বার) এবং ১০–এ তাঁর ক্লাবসতীর্থ (আতলেতিকো মাদ্রিদ) পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স (১ লাখ ২ হাজার ৮৩০ বার)।