ফার্নান্দেজের প্রথম লাল কার্ড, ৪ বছর পর ওল্ড ট্রাফোর্ড জয় টটেনহামের

হতাশায় মুখ ঢেকে মাঠ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজ (বাঁয়ে), টটেনহাম খেলোয়াড়দের গোল উদ্‌যাপনএক্স

ম্যানচেস্টার ইউনাইটেডে ০–৩ টটেনহাম হটস্পার

এ দিনটি দেখাই বোধহয় বাকি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের!

ইউনাইটেডের জার্সিতে আজ নিজের ২৪২তম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। আগের ২৪১ ম্যাচে ৪৫টি হলুদ কার্ড দেখলেও কখনো লাল কার্ড দেখতে হয়নি তাঁকে। সেই ফার্নান্দেজকে আজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো।

১১ জন নিয়ে খেলেও যেখানে প্রায়ই ভ্যাবাচ্যাকা অবস্থা হয় ইউনাইটেডের, সেখানে দলের অধিনায়ককে ছাড়া প্রায় ৫০ মিনিট খেলে পেরে ওঠার কথা নয়। এরিক টেন হাগের দল পারেওনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ১০ জনের ইউনাইটেডকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। রেড ডেভিলদের ডেরা ওল্ড ট্রাফোর্ডে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ বছর পর জিতল টটেনহাম।

উত্তর লন্ডনের ক্লাবটি সর্বশেষ এ মাঠে জিতেছিল ২০২০ সালের অক্টোবরে প্রিমিয়ার লিগের ম্যাচেই। করোনাকালের সেই ম্যাচে দর্শকশূন্য ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৬–১ গোলে বিধ্বস্ত করেছিল হ্যারি কেইন–সন হিয়ুং মিনদের টটেনহাম।

ম্যাচের ৩ মিনিটেই ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় টটেনহাম। ইউনাইটেড অধিনায়ক ফার্নান্দেজ লাল কার্ড দেখেন বিরতির কিছুক্ষণ আগে, ম্যাচের ৪২ মিনিটে। যদিও এ নিয়ে আছে বিতর্ক।

মাঝমাঠে জেমস ম্যাডিসনকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ফার্নান্দেজ নিজেই পা পিছলে পড়ে যান। এই সুযোগে ম্যাডিসনকে বল নিয়ে এগিয়ে যেতে দেখে করে বসেন ফাউল। রেফারি ক্রিস কাভানাঘ এক মুহূর্ত দেরি না করে পর্তুগিজকে তারকাকে সরাসরি লাল কার্ড দেখান।

আরও পড়ুন

বড় ধাক্কা খাওয়ার পর ম্যাচের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন ইউনাইটেড কোচ টেন হাগ। বিরতির আগমুহূর্তে কোবি মাইনুর পরিবর্তে ম্যাসন মাউন্ট ও দ্বিতীয়ার্ধের শুরুতেই জোশুয়া জির্কজির জায়গায় কাসেমিরোকে নামান।

ম্যাচের শেষ গোলটি করেন ডমিনিক সোলানকে
এএফপি

কিন্তু কৌশল বদলে ম্যাচে ফেরা দূরে থাক, ৪৭ মিনিটেই ব্যবধান ২–০ করেন টটেনহামের দেয়ান কুলুসেভস্কি। ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ডমিনিক সোলানকে।

এ হারে ৭ পয়েন্টে আটকে থেকে ১২ নম্বরে নেমে গেল ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে এল আটে।