যে কারণে ম্যান সিটি ছাড়তে চান আলভারেজ

ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজরয়টার্স

ম্যানচেস্টার সিটিতে হুলিয়ান আলভারেজের ম্যাচ–টাইম নিয়ে বিভিন্ন সময় নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টাইন সমর্থক ও তাঁর ভক্তরা। মাঠে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের আরও বেশি সময় পাওয়া উচিত বলে মনে করেন তাঁরা। ভক্তদের এ ভাবনা যে আলভারেজের নিজেরও, সেটিই এবার সামনে নিয়ে এসেছে ক্রীড়াভিত্তিক ওয়েব পোর্টাল দ্য অ্যাথলেটিক।

এক বিশেষ প্রতিবেদনে অ্যাথলেটিক লিখেছে, ম্যাচে যথেষ্ট সময় না পাওয়ায় ম্যানচেস্টার সিটি ছাড়তে চান আলভারেজ। গত দুই মৌসুমে পেপ গার্দিওলার একাদশে নিজের জন্য জায়গা খুঁজে পাননি এই আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন

ফলে বেশির ভাগ সময় বদলি হিসেবেই খেলতে হয়েছে তাঁকে। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে আর এভাবে বেঞ্চ গরম করে যেতে চান না আলভারেজ। তাই নিজের জন্য নতুন ঠিকানা খুঁজে নিতে চান তিনি।

গ্রীষ্মের দলবদলে বেশ কজন খেলোয়াড় দলবদলকে কেন্দ্র করে আলোচনায় আছে ম্যান সিটি। যে তালিকায় গোলরক্ষক এদেরসন ও মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন আলভারেজও।

প্রথম দুজনের সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও, আলভারেজের নাম শোনা যাচ্ছে আতলেতিকো মাদ্রিদকে ঘিরে। দ্য অ্যাথলেটিক লিখেছে, আলভারেজ এমন ক্লাবে যেতে চান, যেখানে তিনি আরও বেশি সময় মাঠে থাকার সুযোগ পাবেন।

সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগে জিতেছেন হুলিয়ান আলভারেজ
রয়টার্স

সিটিতে আলভারেজের জায়গা না পাওয়ার অন্যতম কারণ স্কোয়াডে আর্লিং হলান্ডের উপস্থিতি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের ভূমিকা মূলত গোল করার। গত মৌসুমে গোল করায় নিজের সক্ষমতা প্রমাণ করে জায়গা অনেকটাই পাকা করে রেখেছেন হলান্ড। আর হলান্ডের ঠিক পেছনে খেলেন ডি ব্রুইনা ও ফিল ফোডেন।

এই তিনজনের কারণেই মূলত নিয়মিত একাদশে খেলার সুযোগ হয় না আলভারেজের। এবারের দলবদলে অবশ্য ডি ব্রুইনার সিটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডি ব্রুইনা ক্লাব ছাড়লেও আলভারেজের নিয়মিত হওয়া নিশ্চিত নয়। আর অনিশ্চয়তা নিয়ে থাকতে চান না আলভারেজ। মৌসুম শুরুর আগেই তাই ছাড়তে চান সিটি।

আরও পড়ুন

আলভারাজের সিটি ছাড়া অবশ্য খুব সহজও হবে না। জানা গেছে, এই ফরোয়ার্ডের গায়ে ৭ কোটি ইউরোর ট্যাগ লাগিয়ে রেখেছে ম্যানচেস্টারের ক্লাবটি। অন্যদিকে আতলেতিকো আবার তাঁর জন্য এত অর্থ খরচ করতে নারাজ। সব মিলিয়ে সামনের দিনগুলোয় আলভারেজকে নিয়ে জমে উঠতে পারে দলবদলের নাটকীয়তা।