ধর্ষণ মামলায় মেন্দির মুক্তি, ক্ষতিপূরণের খবর চাইলেন ভিনিসিয়ুস
অবশেষে সব মামলা থেকে মুক্তি মিলেছে ফরাসি ফুটবলার বেঞ্জামিন মেন্দির। ২৮ বছর বয়সী এই লেফট ব্যাককে গত জানুয়ারিতে ছয়টি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টা মামলা থেকে অব্যাহতি দেন চেস্টার ক্রাউন কোর্ট। গত শুক্রবার নির্দোষ রায় পেয়েছেন আরও দুটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলায়। মেন্দি এখন আদালত কর্তৃক নির্দোষ। কিন্তু এরই মধ্যে তাঁর ক্যারিয়ারের দুটি বছর হারিয়ে গেছে। ত্রিশের আগের যে বয়সটি প্রত্যেক ফুটবলারের জীবনের সেরা সময় বলে বিবেচিত হয়ে থাকে।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র জানতে চেয়েছেন, মামলার কারণে মেন্দির জীবন থেকে হারিয়ে যাওয়া দুই বছরের ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে? একই প্রশ্ন করেছেন ডাচ ফুটবলার মেম্পিস দিপাইও।
২০২১ সালের আগস্টে প্রথম মেন্দির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। চেশায়ার পুলিশ সিটির সাবেক এই লেফট ব্যাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর ওই বছরের নভেম্বরে তাঁর বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। এরপর গত বছর আরেকজন তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। একের পর অভিযোগ গঠন ও তদন্ত চলমান অবস্থায় মেন্দিকে নিষিদ্ধ করে ম্যানচেস্টার সিটি।
সব অভিযোগ থেকে মুক্তি মিললেও ফরাসি এই ফুটবলারের ক্যারিয়ার আগের ধারায় ফেরা অনিশ্চিত। ভিনিসিয়ুসও তাঁর টুইটে এই আক্ষেপই করেছেন, ‘সবকিছুর জন্য দুঃখিত, তুমি যে সময়ের মধ্য দিয়ে গেছ, বেঞ্জামিন মেন্দি। তুমি ক্যারিয়ারের দুইটা বছর হারিয়েছ, সময়টা হয়তো কম। কিন্তু মনস্তাত্ত্বিক যে ক্ষতিটা হয়েছে, তার কী হবে? নিশ্চিতভাবেই তোমার জীবন আর আগের মতো থাকবে না। আমার প্রশ্ন মেন্দির ক্ষতিপূরণের জন্য ঠিক কী করা হবে?’
ডাচ ফুটবলার দিপাই তাঁর টুইটের শুরুটা করেছেন এভাবে, ‘বেঞ্জামিন মেন্দি, সব মামলা বাতিল। তো এখন আমরা কী করছি? এই ভাইয়ের ক্ষত কমানোর জন্য কে সাহায্য করবে? তাঁর যে সুনাম নষ্ট হলো এর দায় কে নেবে? সে কীভাবে তাঁর ক্যারিয়ার ফিরে পাবে? একজন পেশাদার ফুটবলার হতে অনেক বছরের বিনিয়োগ দরকার হয়, এখন কী হবে?’
ডিফেন্ডারদের দলবদলে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন বেঞ্জামিন মেন্দি। ফ্রান্সের হয়ে ১০ ম্যাচ খেলা মেন্দি ২০১৮ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ক্যারিয়ারে কী লেখা আছে, তার উত্তর সময়ই দিতে পারবে।