বাবার ক্লাবের হয়ে গোল পেলেন সিমিওনের ছোট ছেলে

গোলের পর জুলিয়ানো সিমিওনের উদ্‌যাপনএএফপি

অত্যধিক বৃষ্টিতে শুরু হওয়া আকস্মিক বন্যায় ডুবতে বসেছে স্পেনের পূর্বাঞ্চল। এমন পরিস্থিতিতে মাঠে ফুটবল খেলাকে ‘অর্থহীন’ বলেছিলেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। কিন্তু মাঠে তাঁকে দল নামাতে হলোই। লা লিগায় আজ লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে আতলেতিকো। মাদ্রিদের ক্লাবটির হয়ে প্রথম গোল করেছেন সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে।

আরও পড়ুন

১৯৬৭ সালের পর ইউরোপে স্পেনের এই বন্যাই সবচেয়ে ভয়াবহ। ৫৭ বছর আগে পর্তুগালে সেই বন্যায় অন্তত ৫০০ মানুষ মারা গিয়েছিল। স্পেনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২০০ এর বেশি। পালমাসের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেছিলেন, ‘এটা (ফুটবল খেলা) অর্থহীন। আশপাশে যা ঘটছে তা খুব দুঃখের। লোকজন রাস্তায় সাহায্য চাচ্ছে। লোকে বেলচা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সাহায্য করছে। দেশের পরিস্থিতিটা এতেই বোঝা যায়। আমরা যেভাবে পারি সবাইকে সাহায্য করতে চাই।’

বিশেষ জার্সি দেখিয়ে বন্যার্তদের জন্য গোলটি উৎসর্গ করেন জুলিয়ানো সিমিওনে
এএফপি

গত শনিবার ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ স্থগিত করা হলেও আজকের ম্যাচগুলোর সূচি পাল্টানো হয়নি। আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোর বাইরে বন্যাদুর্গত মানুষের জন্য খাবারসহ অন্য সব ত্রাণ সংগ্রহ করা হয়েছে। মাঠের লড়াইয়ে দুই অর্ধে দুটি গোল করে জিতেছে আতলেতিকো। ২৯ মিনিটে করা গোলটি জুলিয়ানো সিমিওনের। ৮৩ মিনিটের গোলটি আলেক্সান্দার সরলথের।

আরও পড়ুন

গোলের পর জুলিয়ানো বলেছেন, ‘আতলেতিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু ভ্যালেন্সিয়ায় (বন্যায়) যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। দুর্গতির শিকার হওয়া সবার প্রতি সহমর্মিতা জানাই।’ গোলের পর একটি বিশেষ জার্সি দর্শকদের প্রতি উঁচিয়ে ধরে গোলটি বন্যাদুর্গত মানুষের প্রতি উৎসর্গ করেন জুলিয়ানো।

এই জয়ে বাজে ফর্ম কাটিয়ে উঠল আতলেতিকো। লা লিগায় এর আগে সর্বশেষ চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে দিয়েগো সিমিওনের দল। গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে হেরেছে মৌসুমের প্রথমবারের মতো। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে তৃতীয় আতলেতিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন