একাদশ ঠিক করতে জ্যোতিষীকে ১৫ লাখ রুপি দিয়ে বিতর্কে ভারতের কোচ
জাতীয় ফুটবল দল গঠন করতে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ! তা–ও অর্থের বিনিময়ে!
অভিযোগটি ভারতের ক্রোয়াট কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতীয় ফুটবলে। প্রশ্ন উঠছে কোচের ভূমিকা নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের তিনটি ম্যাচেই একাদশ নামাতে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিলেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের গ্রুপে ছিল হংকং, কম্বোডিয়া ও আফগানিস্তান। এর আগে ভারত জর্ডানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল। স্টিমাচ সেই ম্যাচেও একাদশ ঠিক করতে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিলেন।
ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস সেই জ্যোতিষীর নামও প্রকাশ করেছে—ভূপেশ শর্মা। তাঁর সঙ্গে নাকি স্টিমাচের নিয়মিত যোগাযোগ ছিল। এই জ্যোতিষীর পেছনে স্টিমাচ ১৫ লাখ রুপিও খরচ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি আরও জানিয়েছে, জ্যোতিষীর সঙ্গে স্টিমাচের ১০০টি বার্তাও আদান–প্রদান হয়েছে। ভূপেশকে ভারতের কোচ সব খেলোয়াড়ের জন্মতারিখ, জন্মমাস আর জন্মস্থানের তথ্য পাঠিয়েছিলেন।
এ জ্যোতিষীর সঙ্গে স্টিমাচের পরিচয় করিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (আইএফএ) সচিব কুশল দাস। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে ঘটনাটি স্বীকারও করেছেন, ‘ভারত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে পারবে কি না, এ নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তাই ভূপেশের সঙ্গে স্টিমাচের পরিচয় করিয়ে দিয়েছিলাম।’
এ ব্যাপারে কোচ স্টিমাচের কোনো বক্তব্য পায়নি ইন্ডিয়ান এক্সপ্রেস।