মায়ামিতে মেসির নতুন ‘দেহরক্ষী’কে চেনেন তো
রদ্রিগো দি পলের চোখেও কি পড়েছে? যদি পড়ে থাকে, তাহলে দি পল কী ভাবছেন? চাকরি হারানোর শঙ্কায় নেই তো! আবার খুশিও হতে পারেন, হতে পারেন নির্ভারও। প্রিয় বন্ধু লিওনেল মেসিকে রক্ষার দায়িত্ব তাহলে ইন্টার মায়ামিতেও একজন বুঝে নিলেন।
বলা হচ্ছে, ইন্টার মায়ামির হোসেফ মার্তিনেজের কথা, যিনি মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির সঙ্গে ছায়ার মতো সেঁটে থাকছেন। পালন করছেন অনেকটা দি পলের দায়িত্ব।
আর্জেন্টিনা দলে দি পলের কাজটা কী? প্রথম কাজটা অবশ্যই মাঝমাঠের দায়িত্ব সামলানো। প্রথম বলা হচ্ছে এই কারণে যে দি পল স্বেচ্ছায় মেসির দেখভালের কাজটাও করেন।
এমনকি প্রতিপক্ষের নির্দয় ফাউল থেকেও মেসিকে অনেক সময় রক্ষা করেছেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই রদ্রিগো দি পলের আরেক নাম মেসির ‘বডিগার্ড’ বা ‘দেহরক্ষী।’ আদতে তো তেমন কিছু নয়, মূলত মেসির সঙ্গে দি পলের বোঝাপড়াটা অনেক দুর্দান্ত।
মার্তিনেজের ক্ষেত্রেও ব্যাপারটা পুরোপুরি এমনই। মায়ামিতে মেসির সঙ্গে সেই প্রথম অনুশীলন থেকে শুরু, এর পর থেকে সব জায়গায়ই মেসির সঙ্গী মার্তিনেজ। মেসির প্রতি মার্তিনেজের ভালোবাসা বুঝতে সেই দৃশ্য মনে করতে পারেন।
ডাগআউটে বসে খেলা দেখছিলেন মেসি, পাশে মার্তিনেজ। সামনের চেয়ারটা উঁচু হওয়ার কারণে খেলা দেখতে সমস্যা হচ্ছিল মেসির। মেসির সমস্যা হচ্ছে লক্ষ করে মেসি না বলতেই সামনের চেয়ারটা নিচু করে দেন মার্তিনেজ। সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আর্জেন্টিনার সাংবাদিক পাবলো হিরাল্ত।
মূলত তখন থেকেই ভক্তরা মার্তিনেজকে মায়ামির দি পল বলতে শুরু করেন।
মেসি আর মার্তিনেজের সম্পর্কটাও একপক্ষীয় নয়। মার্তিনেজকে মেসি যথেষ্ট পছন্দ করেন কিংবা তাঁর সামর্থ্যে যথেষ্ট আস্থা আছেন বলেই নিজে পেনাল্টি না নিয়ে পেনাল্টি নেওয়ার সুযোগ দেন মার্তিনেজকে। অরল্যান্ডো সিটি ম্যাচের পর মার্তিনেজও জানিয়েছিলেন, মেসিই তাঁকে পেনাল্টি মারার সুযোগ দিয়েছিলেন, ‘পেনাল্টিটা মেসির নেওয়ার কথা ছিল। কিন্তু সে আমাকে দিয়ে দেয়।’
আরও এক জায়গায় মেসির সঙ্গী মার্তিনেজ। চলতি মৌসুমে মায়ামির হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় মেসির পরের নামটাই মার্তিনেজের। ইন্টার মায়ামির হয়ে মেসি এখন পর্যন্ত শুধু লিগস কাপেই খেলেছেন। তাতে ৭ ম্যাচ খেলে ১০ গোল করেই মায়ামির সর্বোচ্চ গোলদাতা মেসি। ৩১ ম্যাচে মার্তিনেজের গোল এখন পর্যন্ত ৯টি, যেখানে ৩টি করেছেন লিগস কাপে আর এমএলএসে করেছেন বাকি ৬টি।
মেসির সঙ্গী মার্তিনেজ মায়ামিতে যোগ দিয়েছেন চলতি বছরের জানুয়ারিতে। এক বছরের চুক্তিতে মায়ামিতে এসেছেন ভেনেজুয়েলার এই ফুটবলার। যদিও যুক্তরাষ্ট্রের ফুটবলে মার্তিনেজ মোটেই নতুন নন।
২০১৭ সাল থেকে ২০২২ —এই ৫ বছর মেজর লিগ সকারের দল আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেছেন মার্তিনেজ। আটলান্টার হয়ে ১৫৮ ম্যাচে করেছেন ১১১ গোল। ৩০ বছর বয়সী মার্তিনেজের ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে, ভেনেজুয়েলার ক্লাব কারাকাসের হয়ে। দুই মৌসুমে স্থানীয় দলের হয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করেছিলেন মার্তিনেজ। ভেনেজুয়েলার এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৩ ম্যাচ, করেছেন ১৪ গোল।