‘ফরাসিদের জন্য গোল করা কঠিন হবে’

এবারের বিশ্বকাপে দারুণ খেলছেন আর্জেন্টিনার দুই ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনিয়াছবি: এএফপি

বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা–খরা কাটানোর জন্য ফ্রান্সের বিপক্ষে ফাইনালে কী করতে হবে আর্জেন্টিনাকে? শিরোপা জিততে লিওনেল মেসির জ্বলে ওঠার কোনো বিকল্প নেই—সাধারণ ফুটবলপ্রেমী থেকে ফুটবল–পণ্ডিত, বেশির ভাগ মানুষ এটাই মনে করেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো বিশ্লেষণ করলেও এটাই সত্যি বলে প্রমাণিত হয়।

তবে আর্জেন্টিনার এই দলের মূল শক্তি কোথায়—এমন প্রশ্নে ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফু বললেন অন্য কথা। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখে ব্রাজিলের সাবেক অধিনায়কের মনে হয়েছে, আর্জেন্টিনার শক্তির জায়গা আসলে রক্ষণভাগ। নিকোলাস ওতামেন্দি–মার্কোস আকুনিয়াদের রক্ষণ দেখে মুগ্ধ ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

আরও পড়ুন
ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফু
ফাইল ছবি

ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জয়ে আর্জেন্টিনার রক্ষণই মূল ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কাফু। ফাইনালের আগে কাফুর মুখোমুখি হয়েছে আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল—ফাইনালে শক্তির জায়গা কোনটি? এই প্রশ্নের উত্তরে কাফু বলেছেন, ‘রক্ষণ, আর্জেন্টিনার রক্ষণ এবার খুব, খুব নিখুঁত। তারা জমাট রক্ষণ করছে। ফাইনালে ফরাসিদের জন্য একটা গোল করাই কঠিন হবে।’

ফাইনালে কোন দলের সমর্থন করবেন কাফু আর ফাইনাল ঘিরে তাঁর চাওয়াই–বা কী—এমন প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না রেখেই আর্জেন্টিনার সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন কাফু। আর এটা যে শুধু লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য, সেটা বলতেও ভোলেননি রোমা ও এসি মিলানের সাবেক ডিফেন্ডার।

আরও পড়ুন
লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান কাফু
ছবি: রয়টার্স

ফাইনালে আর্জেন্টিনার সমর্থন করা নিয়ে কাফু বলেছেন, ‘আমি আগে মেসির সমর্থন করব, এরপর আর্জেন্টিনা। মেসিকে কেন চ্যাম্পিয়ন হতে দেখতে চাইব না। ব্রাজিল নেই। আমি তো মেসিরই সমর্থন করব।’

মেসির হাতে এবার কেন বিশ্বকাপ দেখতে চান, সেটাও বলেছেন কাফু, ‘দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটছে তার। প্রথম ম্যাচটা হারের পর আর্জেন্টিনা দল আর তার অনেক সমালোচনা হয়েছে। অনেকে তো তাদের বিশ্বকাপ থেকে ছিটকেই দিয়েছিল। এরপর মেসি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।’

আরও পড়ুন