ইস্তাম্বুলের ঝলমলে রাতে সিটির স্বপ্নপূরণের গল্প
এই একটা ট্রফিই বাকি ছিল ম্যানচেস্টার সিটির। এই একটা ট্রফির অপেক্ষাতেই ১২ বছর কাটিয়েছেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের সেই ট্রফি না জিতলে সিটি যেন ইউরোপের অভিজাত ফুটবল ক্লাব হতে পারছিল না। গার্দিওলাও যেন পারছিলেন না তাঁর সমালোচকদের ভুল প্রমাণ করতে। লিওনেল মেসি ছাড়া তাঁর পক্ষে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব না, এটা তো প্রায় প্রতিষ্ঠিত তত্ত্বই হয়েই যাচ্ছিল।
অবশেষে সিটি পারল। পারলেন গার্দিওলাও। ইস্তাম্বুলে আজ ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটি জিতল এত দিনের অধরা চ্যাম্পিয়নস লিগ। আর তাতেই হয়ে গেল তাদের স্বপ্নের ট্রেবলও। গার্দিওলাও পেলেন ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি, বার্সেলোনা ছেড়ে আসার পর যা প্রথম। ছবিতে ছবিতে সিটি আর গার্দিওলার এই স্বপ্ন পূরণের গল্প-
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩