‘মেসির সৌদি সফরে পিএসজির গৌরবের ক্ষতি’

দুই সপ্তাহের জন্য খেলার বাইরে আছেন মেসিফাইল ছবি

পিএসজি তাঁকে নিষিদ্ধ করেছে, তিনি নিজে ক্লাব আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এত কিছুর পরও লিওনেল মেসির বিতর্কিত সৌদি আরব সফরের রেশ যেন এখনো কাটছে না। এ নিয়ে প্রায় প্রতিদিনই কেউ না কেউ কথা বলছেন। এ কথা বলার তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি।

ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড অঁরি মনে করেন, এভাবে অনুশীলন ফাঁকি দিয়ে সৌদি আরব সফরে গিয়ে ঠিক করেননি মেসি। একই সঙ্গে এর জন্য পিএসজি কেন তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে, তার কারণ খোঁজারও চেষ্টা করেছেন অঁরি।

আমাজন প্রাইম শোতে বিষয়টি নিয়ে কথা বলেছেন অঁরি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিনা অনুমতিতে সৌদি আরব গিয়ে মেসি কি ঠিক করেছেন? এর উত্তরে অঁরি বলেছেন, ‘না, আপনি অনুশীলন মিস করতে পারেন না। কেউই অনুশীলন মিস করতে পারে না। কিন্তু পিএসজিতে সব সময়ই একই রকমের সমস্যা। এবার এটা মেসি।’

এরপর মেসিকে পিএসজির দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে অঁরি বলেছেন, ‘সে (মেসি) পিএসজিতে থাকবে না বলেই হয়তো তারা আঘাত করেছে (শাস্তি দিয়েছে)।’

মেসি অবশ্য বলেছেন, এ সফরটি না করে তাঁর কোনো উপায় ছিল না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক সৌদি আরবের পর্যটনদূত। নিজের সেই দায়িত্বের অংশ হিসেবে আরও আগেই তাঁর সৌদি আরব সফরের কথা ছিল। কিন্তু ক্লাবে ব্যস্ত সূচির কারণে হয়ে ওঠেনি। এবার অবশ্য আগেই যাওয়ার দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন।

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে ঘরের মাঠে ৩০ এপ্রিল লরাঁর বিপক্ষে ম্যাচের পর দুদিন ছুটি পাওয়ার কথা ছিল পিএসজির খেলোয়াড়দের। সৌদি সফরের সূচিটা সেই সময়ই করেছিলেন মেসি। কিন্তু লরাঁর কাছে হেরে যাওয়ার পরের দিন ছুটি বাতিল করে অনুশীলন রাখেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। তিনি মেসিকে ছুটি দিতেও রাজি হননি। এ কারণেই অনুমতি ছাড়াই স্ত্রী-পুত্রদের নিয়ে সৌদি সফরে গিয়েছিলেন মেসি।

আরও পড়ুন