আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে গত শনিবার জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পরের ম্যাচেই মানে আজ, সৌদি প্রো লিগে আল নাসরের একাদশ এমনকি বেঞ্চেও নেই রোনালদো! আল নাসরের শুরুটাও ভালো হয়নি। বরং রোনালদোবিহীন আল নাসরকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে শুভসূচনা পেয়েছেন আল ইত্তিফাকের কোচ ও লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড।
ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ৫ মিনিট বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। সেই চোটের কারণেই নতুন মৌসুমে লিগে প্রথম ম্যাচটা খেলতে পারেননি পর্তুগিজ তারকা। অথচ আল নাসরের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ৫ মিনিটের মধ্যে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। কিন্তু বিরতির পর রবিন কোয়াইসন ও মুসা দেম্বেলের গোলে সৌদি লিগে আল ইত্তিফাক কোচ হিসেবে অভিষেকেই জয় পেয়েছেন জেরার্ড।
আল ইত্তিফাক অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও আল নাসর তারকা মানের পুনর্মিলনী ম্যাচও ছিল এটি। গত বছর মে মাসেই দুজন লিভারপুল সতীর্থ হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লড়েছেন। আজ ম্যাচের ৪ মিনিটে সেই হেন্ডারসনকেই হতাশ করে গোল করেছেন মানে। আলী আল হাসানের পাস থেকে বক্সের ভেতর থেকে গোল করেন সেনেগালিজ তারকা।
বিরতির পর ৪৬ মিনিটে কর্নার থেকে গোল করেন কোয়াইসন। এর ৬ মিনিট পর মুসা দেম্বেলের বাঁ পায়ের শটে এগিয়ে যায় আল ইত্তিফাক। গত মৌসুমের রানার্স আপ আল নাসর এরপর দু-তিনটি ভালো সুযোগ পেয়েও ম্যাচে ফিরতে পারেনি।