কম্পিউটারে হবে চ্যাম্পিয়নস লিগের ড্র

২০২৪-২৫ মৌসুম থেকে নতুন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগউয়েফা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আগামী বছরের ড্র বাধ্য হয়েই প্রায় পুরোপু্রি কম্পিউটারাজাইড করবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ৩২ দলের টুর্নামেন্ট থেকে আগামী মৌসুমে (২০২৪–২৫) আরও চারটি দল বাড়ানো হয়েছে। নতুন এই সংস্করণে দলের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্রকে প্রায় কম্পিউটারের আওতায় নিয়ে এসেছে উয়েফা।

একটি লিগ টেবিলেই থাকবে ৩৬টি ক্লাব। প্রতিটি ক্লাব চারটি করে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ৮ ম্যাচ খেলবে। আর ক্লাবগুলোর এই সূচি ঠিক করতেই ড্রয়ের প্রয়োজন। ৯টি করে দল নিয়ে মোট ৪টি পট থাকবে ড্র অনুষ্ঠানে। আর এই দলগুলো সাজানো হবে উয়েফার গত পাঁচ বছরের পারফরম্যান্সের গুণাঙ্ক অনুযায়ী। প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে দলগুলো।

আরও পড়ুন

উয়েফা জানিয়েছে, আগের (বর্তমান) পদ্ধতিতে একজন হাই প্রোফাইল খেলোয়াড়ের মাধ্যমে ড্র করানো হয়। এতে প্রায় প্রায় ৪ ঘণ্টা সময় লাগে এবং ৯০০ বলের প্রয়োজন হয়। কারণ, ড্রয়ের নিয়ম বেশ জটিল। একই দেশের দুই ক্লাব মুখোমুখি হতে পারে না। তবে একই দেশের একাধিক ক্লাব একই পটে থাকলে এবং বিষয়টি অনিবার্য হয়ে উঠলে ভিন্ন কথা। তবে উয়েফা দাবি করেছে, আগামী মৌসুম থেকে এমন কিছু এড়ানো সম্ভব হবে।

চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে দলসংখ্যা বাড়বে
এএফপি

অর্থাৎ চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে ড্র অনুষ্ঠানে কোনো ক্লাবের সূচি নির্ধারিতই হবে একমাত্র ‘ম্যানুয়াল’ (হাতে করার) কাজ। কম্পিউটার এরপর সব ক্লাবের প্রতিপক্ষ ঠিক করে দেবে স্বয়ংক্রিয়ভাবে। কোন ম্যাচগুলো হোম ও অ্যাওয়ে, সেগুলোও ঠিক করে দেবে কম্পিউটার।

আরও পড়ুন

ধরা যাক, ১ নম্বর পটে রয়েছে ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, বেনফিকা, ফেইনুর্ড ও রিয়াল মাদ্রিদ। উয়েফা এখান থেকে শুধু একটি ক্লাবের নাম তুলবে। যেমন—বার্সেলোনা। এরপর কম্পিউটারের মাধ্যমে বার্সেলোনার একের পর এক সূচি দেখা যাবে ডিসপ্লেতে।

উয়েফা দাবি করেছে, কম্পিউটারাইজড এই ব্যবস্থা বেশ ভালো এবং ন্যায্যতা নিশ্চিতকরণে আর্নস্ট অ্যান্ড ইয়াং প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষাও করে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগে একটি দেশ থেকে সর্বোচ্চ ৭টি ক্লাব অংশ নিতে পারবে।

আরও পড়ুন