ক্রিসমাস মার্কেটে হামলা: কেইন বললেন, ‘ফুটবল মোটেই গুরুত্বপূর্ণ নয়’
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) ভয়াবহ এক গাড়ি হামলার ঘটনা ঘটেছে। সাক্সেট-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে গতকাল সন্ধ্যার দিকে হওয়া হামলার ঘটনা গোটা জার্মানিকে স্তব্ধ করে দিয়েছে। এ হামলায় দুজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন এক সৌদি নাগরিককে আটকও করেছে পুলিশ।
ভয়াবহ এ হামলার ঘটনা ধাক্কা দিয়েছে জার্মানির ফুটবল অঙ্গনকেও। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, লাইপজিগসহ একাধিক ক্লাব।
আর ব্যক্তিগতভাবে ফুটবল তারকাদের মধ্যে হ্যারি কেইনও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি এ ধরনের ঘটনার বিপরীতে ফুটবল মোটেই গুরুত্বপূর্ণ কিছু নয় বলে মন্তব্য করেছেন কেইন।
এদিকে ক্রিসমাস মার্কেটের এ হামলার কারণে লাইপজিগ ম্যাচের পর বায়ার্নের নির্ধারিত ক্রিসমাস উৎসব বাতিল করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, ‘এই উদ্যাপন আনন্দময় হওয়া উচিত। কিন্তু এখন এটা যথার্থ নয়। আমি আপনাদের অনুরোধ করব স্বজনদের স্মরণ করতে।’
একই ঘটনা নিয়ে রেড বুল লাইপজিগ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, ‘মাগডেবুর্গের ঘটনায় আমরা স্তব্ধ। এ ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ক্ষতিগ্রস্তদের পাশাপাশি তাঁদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। জরুরি সেবা এবং প্রাথমিক চিকিৎসার কাজে যাঁরা নিয়োজিত তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’
ক্রিসমাস মার্কেটে এ হামলার দিন লাইপজিগের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন। যদিও হামলার কারণে জয় উদ্যাপন করা হয়নি বায়ার্নের। বায়ার্ন তারকা হ্যারি কেইন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মাগডেবুর্গে হয়ে যাওয়া বিয়োগান্ত খবর স্পষ্ট বার্তা দিয়েছে যে এ ধরনের রাতে ফুটবল মোটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। যাঁরা এ নৃশংস ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা রইল।’
বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন এক বিবৃতিতে লিখেছে, ‘মাগডেবুর্গের খবরটি আমাদের হতবাক করে দিয়েছে। বে-অ্যারেনায় আজ সন্ধ্যার ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে। বায়ারের সদস্যরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।’