কাতার বিশ্বকাপের বিরতির আগে লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল–বার্সেলোনার মধ্যে ইঁদুর–বিড়াল খেলা চলছিল! একবার রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে তো আরেকবার বার্সেলোনা।
কিন্তু এ বছরের শুরু থেকে লিগে বেশ কয়েকটি ম্যাচে খেই হারিয়ে ফেলে রিয়াল। এ সুযোগে বার্সা টানা ম্যাচ জিতে শীর্ষ স্থানটা পোক্ত করে ফেলে। জাভি হার্নান্দেজের দল চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান এতটাই বাড়িয়ে নিয়েছে যে ৯ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় একরকম নিশ্চিত হয়ে গেছে। ২৯ ম্যাচ খেলে এই মুহূর্তে বার্সার পয়েন্ট ৭৩, সমান ম্যাচে রিয়ালের ৬২।
১১ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে রিয়ালের পক্ষে লিগ শিরোপা জেতা যে প্রায় অসম্ভব, সেটা স্বীকারও করেছেন দলটির গোলকিপার থিবো কোর্তোয়া। রিয়ালের বেলজিয়ান গোলকিপার অবশ্য বিষয়টি নিয়ে একটি খোঁচাও দিয়েছেন, ‘বার্সেলোনার সঙ্গে আমাদের পয়েন্ট ব্যবধান অনেক। কিন্তু আমাদের হাতে কোপা দেল রের ফাইনাল আছে। এ সপ্তাহেই আরেকটা ম্যাচ (চ্যাম্পিয়নস লিগ) আছে। আমরা সপ্তাহজুড়ে ব্যস্ত থাকি। আর ওরা শুধু এক শনিবার থেকে আরেক শনিবার (সপ্তাহে এক ম্যাচ) খেলে, তাদের জন্য লিগ জেতা সহজ।’
লা লিগার শিরোপা দৌড়ে অনেক পিছিয়ে পড়লেও চেলসির বিপক্ষে প্রথম লেগ জিতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল। এর আগে বার্সাকে তাদেরই মাঠে ৪–০ ব্যবধানে গুঁড়িয়ে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে।
বিপরীতে বার্সা সেই কবেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা থেকে বাদ পড়ে ঠাঁই হয়েছিল ইউরোপা লিগে। সেখানেও কিছু করতে পারেনি জাভির দল। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে শেষ ষোলো থেকে বাদ পড়েছে।
লিগেও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বার্সার। টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। সেটাও অপেক্ষাকৃত ‘দুর্বল’ দল জিরোনা ও হেতাফের সঙ্গে। রিয়াল অবশ্য কাদিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা ২–০ ব্যবধানে জিতেছে।