চেলসি নেইমারকে প্রস্তাব দেবে, যদি...
নেইমার পিএসজি ছাড়তে পারেন—গত মৌসুমের শেষ দিকে এ খবর আসার পরপরই তাঁকে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল চেলসি। এরপর নেইমারকে নিয়ে গুঞ্জন শোনা যায় প্রিমিয়ার লিগের আরও দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলকে ঘিরেও।
ওই সব গুঞ্জনের মধ্যেই আবার খবর আসে, নেইমার বার্সেলোনায় ফিরতে চান। শেষ পর্যন্ত অবশ্য তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ আগেই বলে দিয়েছেন, তাঁর পরিকল্পনায় নেইমার নেই।
বার্সেলোনায় ফেরা হবে না—এটা জানার পর নেইমার পিএসজিতেই থেকে যাওয়ার ইঙ্গিত দেন। এখন তো চোট কাটিয়ে পিএসজিতে ফিরে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। পিএসজির নতুন কোচ লুইস এনরিকেরও হয়তো তাঁকে ছাড়ার তেমন কোনো ইচ্ছা নেই।
এর মধ্যেই আবার খবর এসেছে, চেলসির নতুন কোচ মরিসিও পচেত্তিনো নেইমারকে প্রস্তাব দিতে পারেন। তবে এখানে একটা কিন্তু রেখে দিয়েছে চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন লিখেছে, ‘নেইমারকে পাওয়ার আগ্রহ আছে মরিসিও পচেত্তিনোর। চেলসি নেইমারকে প্রস্তাব দিতে পারে। কিন্তু পিএসজি তারকা ক্লাব ছাড়তে চান কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করবে তাঁরা।’
নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। কিন্তু গত মৌসুম শেষেই তাঁকে বিক্রি করে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল ক্লাবটি। এখন অবশ্য পরিস্থিতি পাল্টে গেছে। লিওনেল মেসি মুক্ত খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন। কিলিয়ান এমবাপ্পেও চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের পর আর প্যারিসে থাকতে চান না। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন না তিনি।
পরিস্থিতি যখন এই, আক্রমণভাগে ভালো কোনো বিকল্প পাওয়ার আগে নেইমারকে তারা বিক্রি করবে কি না, সেটাই এখন দেখার বিষয়। আর নেইমারই বা এই মুহূর্তে পিএসজি ছাড়তে চান কি না, সেটাও একটা ব্যাপার।