সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল জুলাইয়ে, আয়োজন বাংলাদেশেই

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হতে পারে সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবলছবি: শামসুল হক

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। আয়োজক হিসেবে বাংলাদেশের নামও ঘোষিত হয়েছিল। কিছুদিন আগেই সেটি স্থগিত করে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ২০২৫ সালের সূচি পুনর্বিন্যাসের কারণেই সাফ কর্তৃপক্ষ ২০২৫ সালে অনুষ্ঠেয় নিজেদের সব প্রতিযোগিতার নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল।

নতুন সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির সাফ অনূর্ধ্ব–২০ নারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জুলাই মাসে। আজ সাফের কম্পিটিশন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশই। আগামী ১–১১ জুলাই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

সাধারণত সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতার প্রস্তুতি মনে করে এই উপমহাদেশের দেশগুলো। তাই এএফসির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের সূচি ঠিক করা হয়। সে কারণেই এ মাসের শুরুতে এএফসির নতুন সূচির ভিত্তিতে ২০২৫ সালে বয়সভিত্তিক সব প্রতিযোগিতার সূচি নতুন করে নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল সাফ।

দেশের মাটিতে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মেয়েরা
ছবি: শামসুল হক

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর সেটি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আয়োজনের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলমান সংস্কারকাজের কারণে সেটি নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তাই ছিল। জুলাইয়ে সাফ হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনায়াসেই এটি আয়োজন করতে পারবে বাফুফে।