২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

টটেনহামের নতুন কোচ হবেন কে

লুইস এনরিকে, ইউলিয়ান নাগলসমান ও মরিসিও পচেত্তিনোছবি: টুইটার

আন্তনিও কন্তে চলে যাওয়ার পর এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ টটেনহাম হটস্পারের। কন্তের জায়গায় তাদের নিয়োগ দিতে হবে নতুন কোচ। কিন্তু কে হবেন নতুন কোচ?

আরও পড়ুন

আপাতত কন্তের সহকারী ক্রিস্টিয়ান স্টেলিনির কাঁধে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সঁপেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্টেলিনিকে যে স্থায়ীভাবে কোচের দায়িত্ব দেওয়া হবে না, তা মোটামুটি সবারই জানা। সম্ভাব্য কোচের তালিকায় উঠে এসেছে তিনটি নাম—ইউলিয়ান নাগলসমান, লুইস এনরিকে ও মরিসিও পচেত্তিনো।

ইউলিয়ান নাগলসমানকে দিয়ে শুরু করা যায়। বায়ার্ন মিউনিখ তাঁকে ছাঁটাই করেছে গত শুক্রবার। শোনা যাচ্ছে, পিএসজি ও রিয়াল মাদ্রিদ নাকি নাগলসমানের প্রতি আগ্রহী। ক্রিস্তোফ গালতিয়ের থাকতে নাগলসমানের প্রতি পিএসজির আগ্রহের সঠিক কারণটা জানা যায়নি। রিয়ালের বিষয়টি সম্ভবত একটু অন্য রকম। তাদের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন, এমন গুঞ্জন ভাসছে। তাই নাগলসমানের প্রতি নাকি আগ্রহী হয়ে উঠেছে রিয়াল।

জার্মান এই কোচ ট্যাকটিকস নিয়ে বেশ নমনীয়। ইউরোপে অভিজাত কোচদের কাতারে পড়া নাগলসমান রক্ষণে তিনজন নিয়ে খেলতে পছন্দ করেন। কখনো কখনো চার ডিফেন্ডারও ব্যবহার করেছেন। বায়ার্নে এ দুই কৌশলেই খেলিয়েছেন দলকে। কন্তেও টটেনহামের কোচ থাকতে তিন ডিফেন্ডারের ছক সাজাতেন। নাগলসমান এলে তাই টটেনহামকে দলের ছক নিয়ে খুব বেশি ভাবতে হবে না। তরুণদের সঙ্গেও কাজ বেশ ভালো জমে ৩৫ বছর বয়সী নাগলসমানের। টটেনহামে ২০ বছর বয়সী পাপে মাতার সার ও ডেস্টিনি উদোগি, ২৩ বছর বয়সী পেদ্রো পোরো, ২৪ বছর বয়সী ক্রিস্টিয়ান রোমেরো ও ২২ বছর বয়সী জেড স্পেনসারদের সঙ্গে কাজ করে তাদের আরও ভালো বানানোর চ্যালেঞ্জটা নিতেই পারেন নাগলসমান।

আরও পড়ুন
আরও পড়ুন

আর্জেন্টাইন পচেত্তিনোর টটেনহামের পরিবেশ জানা। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত এই ক্লাবের কোচ ছিলেন। গত বছর জুলাইয়ে পিএসজি কোচের পদ হারানোর পর থেকে বেকার বসে পচেত্তিনো। আর টটেনহামের ভক্তদের সঙ্গেও পচেত্তিনোর সম্পর্ক বেশ ভালো। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের মতে, পচেত্তিনো ফিরলে টটেনহামের সমর্থকেরা খুশি হবেন সবচেয়ে বেশি। ক্লাবটিতে কোচিং ক্যারিয়ারে তাঁর জয়ের হার ৫৪ শতাংশ ম্যাচ। তবে ঝামেলাও আছে। ২০১৯ সালে ছাঁটাই হওয়ার আগে টটেনহামের খেলোয়াড়–ক্রয় নীতির সমালোচনা করেছিলেন পচেত্তিনো। বলেছিলেন টটেনহামকে ঢেলে সাজাতে হবে। মালিকপক্ষ তাতে কান দেয়নি। পুরোনো এসব বিষয় মিটিয়ে পচেত্তিনো ফিরলে খুব একটা খারাপ হবে না টটেনহামের জন্য।

লুইস এনরিকে? কেন নয়! কাতার বিশ্বকাপ শেষেই স্পেন কোচের পদ ছাড়েন এনরিকে। এখন বেকার বসে আছেন। গুঞ্জন উঠেছিল, মৌসুম শেষে ডিয়েগো সিমিওনে আতলেতিকো মাদ্রিদ কোচের দায়িত্ব ছাড়লে এনরিকে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আতলেতিকোর পুনর্জাগরণে সে সম্ভাবনা শেষ হয়ে গেছে বলেই মনে করছে সংবাদমাধ্যম। এনরিকের ‘ডিরেক্ট ফুটবল’ খেলার কৌশল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য কার্যকর। আর বিশ্বসেরা কিছু খেলোয়াড়কেও সামলানোর অভিজ্ঞতা আছে এই স্প্যানিশ কোচের। তবে ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অনেক দিন হলো নেই এনরিকের। ২০১৭ সালের পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি।

এই তিন কোচের বাইরেও সম্ভাব্যর তালিকা আছে। এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কোচ অলিভার গ্লাসনারকে কেউ কেউ এই তালিকায় ‘ডার্ক হর্স’ বলেই মনে করছেন। গত বছর জার্মান ক্লাবটিকে এনে দেন ইউরোপা লিগ। এ ছাড়া ব্রাইটনের কোচ রবার্তো দে জারবি, সেল্টিকের কোচ পস্তেকোগ্লুও বিবেচনায় আছেন।