২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউনাইটেডের সংবাদ সম্মেলনে মিররসহ চার সংবাদমাধ্যম নিষিদ্ধ

ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে নাএক্স থেকে

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামীকাল রাতে ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ সামনে রেখে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সংবাদ সম্মেলনে ব্রিটিশ ট্যাবলয়েড দৈনিক ‘মিরর’সহ অন্য আরও তিনটি সংবাদমাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক কাভেহ সোলেখোল, ম্যানচেস্টার ইভিনিং নিউজের ইউনাইটেড প্রতিবেদক স্যামুয়েল লাকহার্স্ট, মিররের ডেভিড ম্যাকডোনেল এবং ইএসপিএনের রব ডসনকে আজ সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি। এই নির্দেশ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জনসংযোগ পরিচালক অ্যান্ড্রু ওয়ার্ড।

আরও পড়ুন

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১০ ম্যাচে হেরেছে টেন হাগের দল। মিরর ফুটবল গতকাল বিশেষ প্রতিবেদনে দাবি করেছিল, টেন হাগ ড্রেসিংরুমে বিদ্রোহের শিকার হয়েছেন। ডাচ কোচের ব্যবস্থাপনায় ইউনাইটেডের বেশ কয়েকজন খেলোয়াড়ের মোহভঙ্গ ঘটেছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। ইউনাইটেডের এক মুখপাত্র জানিয়েছেন, সেই প্রতিবেদনের কারণেই এই নিষেধাজ্ঞা।

মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না ইউনাইটেডের। গত ২ নভেম্বর লিগ কাপের চতুর্থ রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয়ও উঠতে পারবে কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। শেষ ষোলোয় উঠতে ইউনাইটেডকে দুটি শর্ত পূরণ করতে হবে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারাতে হবে। গালাতাসারাই-কোপেনহেগেন ম্যাচটি ড্র হতে হবে। এ দুটি শর্তের একটি যদি অপূর্ণ থাকলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে ইউনাইটেডকে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগ
এএফপি

মিরর ইউনাইটেডের সেই মুখপাত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছে, ‘কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। সেটি আমাদের অপছন্দের সংবাদ প্রকাশের জন্য নয়, বরং এটা করতে গিয়ে প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ না করে মন্তব্য, প্রতিবাদ জানানো কিংবা বিষয়টি প্রাসঙ্গিক করার সুযোগ না দেওয়ার জন্য।’

প্রিমিয়ার লিগে গত শনিবার নিউক্যাসলের মাঠে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। এতে শীর্ষ চারের শেষ দল অ্যাস্টন ভিলা (১৪ ম্যাচে ২৯ পয়েন্ট) থেকে ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ে টেন হাগের দল। ম্যাচ শেষে ডাচ কোচ স্বীকার করেছিলেন, খেলোয়াড়েরা ভালো খেলতে পারেননি।

আরও পড়ুন

তবে খেলোয়াড়দের আগলেই রেখেছিলেন ইউনাইটেড কোচ, ‘আমাদের সমস্যা মিটছেই না। সমাধানের দায়িত্বও আমাদেরই। হয় আমরা প্রতিপক্ষের মাঠে ভালো খেলছি কিংবা ঘরের মাঠে ভালো খেলছি। এই সমস্যা কাটিয়ে উঠতে হবে...হারলে তো অসুখী লাগেই। দলের সঙ্গে কথা বলে এর কারণ বের করতে হবে। আমি জানি এই দলটার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’