পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজিতে হারলেও টাকা দেবেন না পোলিশ গোলকিপার
বিশ্বকাপে ম্যাচ চলাকালীন কি মাঠে বাজি ধরা সম্ভব? সে প্রশ্নের উত্তর দেবে ফিফা। আর দর্শক খুঁজছেন অন্য একটি প্রশ্নের উত্তর। কাল রাতে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ওটা পেনাল্টি হয় কীভাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার ভারও ফিফারই।
তবে পোল্যান্ডের গোলকিপার ভয়চেক সেজনি একটু ভয়ে ভয়েই আছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মধ্যেই যে বাজি ধরেছিলেন! কার সঙ্গে? লিওনেল মেসি!
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, দোহায় কাল রাতে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন সেজনি। নরওয়ের এক টিভি চ্যানেলকে ম্যাচ শেষে পোলিশ গোলকিপার নিজেই এ কথা জানিয়েছেন। তা বাজিটা কি নিয়ে ছিল? পেনাল্টি হবে কি না, তা নিয়ে।
লাতিন আমেরিকান দলটির মুখোমুখি হওয়ার আগেই মেসির পেনাল্টি ঠেকানোর হুমকি দিয়ে রেখেছিলেন সেজনি। ম্যাচের ৩৯ মিনিটে সেই চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয় তাঁকে। দারুণ থ্রু বল নিয়ে পোলিশ রক্ষণে ঢুকে পড়েছিলেন ইউলিয়ান আলভারেজ। কিন্তু পোল্যান্ডের ত্রাতা হয়ে গোল ঠেকিয়ে দেন সেজনি। আর আর্জেন্টিনার সেই আক্রমণের এক পর্যায়ে সেজনির ফাউলের শিকার হন মেসি।
সেজনির বাঁ হাত মেসির মুখে লেগেছে। হেড দেওয়া থেকে মাটিতে পরে যান মেসি। রেফারি ড্যানি ম্যাকেলি শুরুতে পাত্তা না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) জানিয়ে দেয় এটি পেনাল্টি। যদিও পেনাল্টি নিয়ে বেশির ভাগেরই মত, লঘু পাপে গুরুদণ্ড হয়েছে।
সে যাই হোক, সেজনি জানিয়েছেন পেনাল্টির সিদ্ধান্ত নিতে রেফারি ম্যাকেলি যখন মাঠের পাশে মনিটরে ঘটনাটির ভিডিও রিপ্লে দেখছিলেন, তখন মেসির সঙ্গে কথা বলেন তিনি। নরওয়ের একটি টিভি চ্যানেলকে ঘটনাটি ম্যাচ শেষে এভাবে জানিয়েছেন পোলিশ গোলকিপার, ‘পেনাল্টির সিদ্ধান্তের আগে তার সঙ্গে কথা হয়। বলেছি, রেফারি এটি পেনাল্টি দিলে তোমাকে ১০০ ইউরো দেব।’
কিন্তু সেজনির কপাল খারাপ। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে আর্জেন্টিনা কিন্তু সে যাত্রায় গোল পায়নি। মেসির স্পটকিক রুখে দেওয়ার মধ্য দিয়ে এই ম্যাচের আগে দেওয়া হুমকিকে সত্যে পরিণত করেন জুভেন্টাস গোলকিপার।
কিন্তু মেসির সঙ্গে ধরা বাজিতে সেজনি তো জিততে পারেননি। বাজিতে হারের টাকাটা কি তিনি মেসিকে দিয়েছেন? শুনুন সেজনির মুখেই, ‘মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না বিশ্বকাপে এসব বৈধ কি না। তারা হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার পর্যাপ্ত টাকাপয়সা আছে।’
সেজনি কাতার বিশ্বকাপে এ পর্যন্ত দুটি পেনাল্টি সেভ করলেন। সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি সেভের পর মেসিকেও রুখে দিলেন এই গোলকিপার। এক বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করা চতুর্থ গোলকিপার সেজনি। তাঁর দেশের সাবেক গোলকিপার ইয়ান টমাসেজস্কি (১৯৭৪), যুক্তরাষ্ট্রের সাবেক গোলকিপার ব্রাড ফ্রিডেল (২০০২), স্পেনের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াস (২০০২, ২০১০) এর আগে বিশ্বকাপের এক টুর্নামেন্টে দুটি পেনাল্টি সেভ করেছেন।