ব্যালন ডি’অর অনুষ্ঠানে গিয়ে দুয়ো শুনলেন এমবাপ্পে
প্যারিসে গতকাল রাতে ব্যালন ডি’অরকে ঘিরে বসেছিল তারার মেলা। ফুটবলের সাবেক ও বর্তমান তারকাদের দেখতে তিয়াটর দু শাতলে হলের আশপাশে জড়ো হয়েছিল অনেক ফুটবলপ্রেমী।
তবে বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে আগত সব তারকা সমানভাবে উষ্ণ অভ্যর্থনা পাননি। যেমন নিজ শহর প্যারিসেই কিলিয়ান এমবাপ্পেকে তিক্ত অভিজ্ঞতাই পেতে হয়েছে। অনুষ্ঠানে এসে দুয়ো শুনতে হয়েছে এই ফরাসি তারকাকে।
সম্প্রতি বিতর্কের কেন্দ্রে আছেন এমবাপ্পে। মৌসুমের শুরু থেকে মাঠ ও মাঠের বাইরে, সমানে মাতিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই তারকা। শুরুটা হয়েছিল নেইমারের সঙ্গে পেনাল্টি নিয়ে বিরোধে জড়িয়ে। এরপর শোনা যায় কোচের সঙ্গে তাঁর বিরোধের খবরও।
কদিন আগে গুঞ্জন ওঠে, পিএসজিতে অখুশি এমবাপ্পে জানুয়ারিতে ক্লাব ছাড়তে পারেন। পরে অবশ্য এমবাপ্পে নিজেই তাঁর ক্লাব ছাড়ার খবরকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।
তবে এমবাপ্পের ভবিষ্যৎ যেমনই হোক, এর মধ্যে এসব ডামাডোলে অনেকের অপছন্দের ব্যক্তিত্বে পরিণত হয়েছে বিশ্বকাপজয়ী এই তারকা। ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর পিএসজির সমর্থকেরাও এমবাপ্পেকে আর ভালো চোখে দেখছেন না, যার প্রমাণই মিলল গতকাল প্যারিসে।
ব্যালন ডি’অরের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, এমবাপ্পে যখন তাঁর বাবার সঙ্গে অনুষ্ঠানে রেড কার্পেট দিয়ে হেঁটে আসছিলেন, দর্শকেরা তাঁর উদ্দেশে দুয়ো দিচ্ছিল। দেড় মিলিয়নের বেশি দর্শক সেই ভিডিও দেখেছেন।
ভিডিওর নিচে বিভিন্ন মন্তব্য করেও অনেকে এমবাপ্পেকে নিয়ে মজা করেছেন। একজন লিখেছেন, ‘সে (এমবাপ্পে) এটি জিততে পারবে না।’ আরেকজন কান্নার ইমোজি দিয়ে লিখেছেন, ‘নিজের শহরেই দুয়ো শুনল!’
কেউ কেউ অবশ্য এমবাপ্পেকে দুয়ো দেওয়ার বিপক্ষেও কথা বলেছেন। লিভারপুলের সমর্থকদের অনেকে আবার তাঁকে অ্যানফিল্ডে আমন্ত্রণও জানিয়ে রেখেছে। জানুয়ারিতে পিএসজি ছেড়ে এমবাপ্পের লিভারপুলে যাওয়ার গুঞ্জনটাই যে বেশি শোনা যাচ্ছে।
পুরস্কারের তালিকায় অবশ্য খুব বেশি পেছনে ছিলেন না এমবাপ্পে। বর্ষসেরার তালিকায় ৬ নম্বরে ছিলেন এই ফরোয়ার্ড। ট্রফিজয়ী করিম বেনজেমা ছাড়া তাঁর ওপর ছিলেন সাদিও মানে, কেভিন ডি ব্রুইন এবং রবার্ট লেভানডফস্কি। তবে গত মৌসুমটা যেভাবে শুরু করেছিলেন, সেভাবে যদি শেষ করতে পারতেন, তবে অবস্থানটা আরও ওপরে হলেও হতে পারত।