ডেনমার্ক থেকে ফিরেই কোচিং কোর্সে জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার জামাল ভূঁইয়াবাফুফে

এ মৌসুমে ঢাকা আবাহনীতেই থেকে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আবাহনী আর জামাল ভূঁইয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ফলে শেষ সময়ে কোনো ক্লাবে নাম লিখিয়ে খেলা হয়নি তাঁর। নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচে তাঁকে দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।

খেলাবিহীন সময়টা ডেনমার্কে কাটিয়েছেন জামাল। তিন মাস পর ফিরেছেন ঢাকায়। ফিরেই আজ বাফুফের ভবনে শুরু হওয়া বাফুফে-এএফসি এ ডিপ্লোমা কোর্সে (পর্ব-১) অংশ নিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচসহ ২৪ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন, যার মধ্যে বিদেশিও আছেন।

জাতীয় দলের সাবেক-বর্তমান খেলোয়াড়েরা এই কোর্স করলে সরাসরি প্রো লাইসেন্স করতে পারবেন। ফলে ফুটবলারদের কাছে এ কোর্সের গুরুত্ব অনেক। ১২ দিনের কোর্সটি পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী ও বাফুফের ইন্সট্রাক্টর জুলফিকার মাহমুদ মিন্টু।

এই মৌসুমে ঘরোয়া ফুটবলে কোনো দল পাননি জামাল ভূঁইয়া
প্রথম আলো

আজ কোচিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাফুফের টার্ফে বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের হাতে নতুন জার্সি তুলে দেন জামাল। বাফুফের গ্রাসরুট অ্যাম্বাসেডর জামাল অনুষ্ঠান শেষে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লাগছে। অনেক শিশু এসেছে। ওরা ফুটবলার হতে চায়। দেখে ভালো লাগছে।’

এরপর যোগ করেন, ‘আমিও ওদের মতো ছিলাম। আমারও আদর্শ ছিল কেউ, ওরা হয়তো আমাকে আদর্শ মানে। এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমি বলব, যে স্বপ্ন ওরা দেখে, নিজেকে সেটা তাড়া করতে হবে।’

কথা বলেছেন হামজা চৌধুরীকে নিয়েও। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলতে চলেছেন। আর এতে উৎফুল্ল জামাল বলেছেন, ‘এটা বিশাল বড় ব্যাপার। হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলছেন , প্রিমিয়ার লিগে খেলছেন। হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো। হামজা আসলে সবার জন্য ভালো।’

আরও পড়ুন

গত ২২ আগস্ট শেষ হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের দলবদল। কিন্তু দলবদল শেষে কোনো ক্লাবের খেলোয়াড় তালিকাতেই দেখা যায়নি জামালের নাম। আবাহনীর শেষ সময়ের পিছটান দেওয়া নিয়ে আজ কোনো মন্তব্য করেননি জামাল। শুধু বলেছেন, ‘আবাহনীর সঙ্গে যা হয়েছে...ওটা আমার সিদ্ধান্ত ছিল না।’

ডেনমার্কে স্থানীয় একটা ক্লাবে অনুশীলন করেছেন বলে জানালেন জামাল। সেখানে বসেই পেয়েছেন তাঁর জন্য খুশির একটা খবর। অন্তর্বর্তীকালীন সরকার সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে স্পোর্টস পারসোনালিটি বিভাগে জামাল ভূঁইয়াকে নিয়ে একটি অধ্যায় রেখেছে।

আরও পড়ুন