২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আর্জেন্টিনায় বিশ্বকাপ খেলতে গিয়ে কেলেঙ্কারিতে ইরাকি ফুটবলাররা

ইরাক অনূর্ধ্ব–২০ ফুটবল দলের খেলোয়াড়েরাছবি: ইরাক ফুটবল পডকাস্টের টুইট থেকে পাওয়া

আর্জেন্টিনায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলতে গিয়ে মাঠে নামার আগেই বিতর্কে জড়িয়েছে ইরাক। হোটেলে একের পর এক অনিয়মে জড়ানোর পর এক ফুটবলারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফুটবলারকে আটক করা হয়েছে। তাঁর নাম জানা যায়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, বুয়েনস এইরেসে পৌঁছার পর ইরাকের ফুটবল দলটি একের পর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জড়িয়েছে। ৪৮ সদস্যের দলটিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ট্রেনার এবং ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রয়েছেন।

ইরাকের দলটিকে রাখা হয় লা প্লাতার ডেজলার নামের একটি হোটেল কমপ্লেক্সে। হোটেল ও পুলিশ কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দলটির খেলোয়াড়েরা যখন ছাদে হইচই করছিলেন, তখন এক ফুটবলার হোটেলের এক নারী কর্মীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

আরও পড়ুন

ভুক্তভোগী চিৎকার করে উঠলে তাঁর সহকর্মী ও নিরাপত্তাকর্মীরা ছুটে যান। পরে পুলিশ এসে ফিফার পরামর্শক্রমে ওই খেলোয়াড়কে আটক করে নিয়ে যায়। বুয়েনস এইরেসের পুলিশ আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ঘটনার বিস্তারিত জানিয়েছে। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুন

পুলিশ সূত্র জানায়, ইরাকের দলটির বিরুদ্ধে কক্ষের বাইরে ‘হট্টগোল ও উচ্চ শব্দে গান’ চালানোর অভিযোগ পেয়েছে তারা। দলটির আবাসন ব্যবস্থার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অভিযোগ করেছে, ‘ইরাকিরা হোটেলে দীর্ঘসময় ধরে হইচই করেছেন এবং ভাঙচুর চালিয়েছেন।’

বুয়েনস এইরেসে অনুশীলনে ইরাক অনূর্ধ্ব–২০ দলের ফুটবলররা
ছবি: ইরাক ফুটবল পডকাস্টের টুইট থেকে পাওয়া

পুলিশ, হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য সূত্রের সাহায্যে ক্লারিন জানিয়েছে, ইরাকের দলটি হোটেলে ওঠার পর থেকে একের পর এক অনিয়ম করে। এর মধ্যে আছে অন্তর্বাস পরে হোটেল লবিতে ঘোরাঘুরি, দোভাষীর সঙ্গে অসদাচরণ, অতিরিক্ত ওজন নিয়ে এলিভেটরে ওঠার পর সেটি অকার্যকর হয়ে যাওয়া এবং কোনো কারণ ছাড়া অগ্নিসংকেত বাজানো।

আরও পড়ুন

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি ভিডিও যুক্ত করা হয়। যেখানে ইরাকের খেলোয়াড়দের একটি বাসে উঠতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়, ইরাকের দলটিকে তাঁদের আচরণজনিত কারণে কমপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে দলটির অবস্থান কোথায়, তা অবশ্য জানা যায়নি। এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের বক্তব্য পাওয়া যায়নি। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইরাকের প্রথম ম্যাচ সোমবার দিবাগত রাত তিনটায়, প্রতিপক্ষ উরুগুয়ে। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও তিউনিসিয়া।

আরও পড়ুন