আল হিলালের প্রো লিগের স্কোয়াডে নেই নেইমার, আসল ঘটনা কী

আল হিলালের হয়ে মাত্র ৫ ম্যাচ খেলেছেন নেইমারএক্স

চোট যে নেইমারের নিত্যসঙ্গী, তা তো সবার জানা। সেই চোট নিয়েই গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন। সেরে ওঠার পর সৌদি আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৫ ম্যাচ খেলেছেন।

এরপর আবার দুঃসংবাদ। অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। তাতে মৌসুমই শেষ হয়ে যায় নেইমারের।

নেইমারের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তাঁকে বাদ দিয়েই সম্প্রতি স্কোয়াড ঘোষণা করে আল হিলাল। এতেই গুজব রটে নেইমারের সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে আল হিলাল। কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে ভুয়া খবরও প্রকাশ করেছে।

তবে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডট কমের সৌদি প্রতিনিধি আল সাইফ ও দলবদলবিশেষজ্ঞ হিসেবে পরিচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে আল হিলালের স্কোয়াডে রাখা না হলেও ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেন এই মৌসুমের দল থেকে বাদ দেওয়া হয়েছে, গোল ডট কমের এক প্রতিবেদনে সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

নেইমারের সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে আল হিলালের
এক্স

সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী, একটি ক্লাব তাদের স্কোয়াডে আটজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। নেইমার চোটে পড়ে ছিটকে যাওয়ায় সাত বিদেশি নিয়ে খেলতে হচ্ছিল আল হিলালকে। তবু নেইমারের জায়গায় অন্য কোনো বিদেশিকে দলে নেওয়ার সুযোগ ছিল না। নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে হলে তাঁকে স্কোয়াড থেকে বাদ দিতে হতো।

আরও পড়ুন

বিদেশি কোটা পূরণে আল হিলাল কর্তৃপক্ষ সে পথেই হেঁটেছে। নেইমারকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আরেক ব্রাজিলিয়ান রেনান লোদিকে দলে ভিড়িয়েছে রিয়াদের ক্লাবটি। ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই ছেড়ে লোদি আল হিলালে নাম লেখানোয় নেইমার মৌসুমের বাকিটা সময় অনিবন্ধিত খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন।

সম্প্রতি আল হিলালে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি
এক্স

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অনেক আগেই জানিয়েছেন, নেইমারের পুরোপুরি সেরে উঠতে প্রায় ৯ মাস লাগবে। সে হিসেবে এ বছরের জুলাইয়ের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই। এদিকে প্রো লিগসহ সৌদির সব ঘরোয়া টুর্নামেন্ট শেষ হবে মে মাসে।

কোনো কারণে নেইমার যদি মে মাসের মধ্যে সেরে ওঠেন, তবু আল হিলালের হয়ে সৌদির ঘরোয়া প্রতিযোগিতাগুলোয় খেলতে পারবেন না। কারণ, এই মুহূর্তে তিনি ক্লাবটির অনিবন্ধিত খেলোয়াড়। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগসহ অন্য আন্তর্জাতিক ক্লাব ফুটবলে খেলতে পারবেন।

আরও পড়ুন

সৌদির ঘরোয়া প্রতিযোগিতায় আগামী মৌসুমে খেলতে হলে নেইমারকে নতুন করে নিবন্ধন করাতে হবে। তিনি আল হিলালের স্কোয়াডে যুক্ত হলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বেড়ে হবে ৯। সে ক্ষেত্রে আল হিলালকে হয় একজন বিদেশিকে ছেড়ে দিতে হবে, নয়তো ধারে অন্য ক্লাবে পাঠাতে হবে।