মেসি এমএলএসের যে নিয়মের কারণে আজ ফ্রি–কিক নিতে পারেননি

মেসি আজ গোল করতে পারেননিএএফপি

ধরুন আপনি লিওনেল মেসির পাঁড় ভক্ত, কোনো কারণে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি মিস করেছেন। পরে ম্যাচের খবর নিতে গিয়ে দেখলেন, মায়ামির হয়ে আজ ফ্রি–কিক থেকে গোল করেছেন মাতিয়াস রোহাস। এই তথ্য পাওয়ার পর প্রথমেই আপনার মনে এই প্রশ্ন আসতে বাধ্য—মেসি আজ খেলেছেন তো? নইলে ফ্রি–কিক কেন রোহাস নেবেন!  

মেসি আজ খেলেছেন, পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ফ্রি–কিক নিতে পারেননি। সেটা মেজর লিগ সকারের (এমএলএস) নতুন এক নিয়মের কারণে।

আরও পড়ুন

কী সেই নিয়ম? মেসিই মূলত সেই ফ্রি–কিকটি আদায় করেন। প্রথমার্ধের ৪৩তম মিনিটে মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল মেসিকে ফাউল করেন। এমন ট্যাকলের কারণে মেসির প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। যেখানে ১৫ সেকেন্ডের বেশি সময় লেগেছে। এমএলএসের নতুন নিয়ম অনুসারে, প্রাথমিক চিকিৎসায় ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুম থেকেই এই নিয়ম চালু হয়েছে।

প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় মেসি
এএফপি

মূলত সে কারণেই মেসি নন, ফ্রি–কিক নিতে হয় রোহাসকে। যদিও রোহাস হতাশ করেননি। মেসির মতো বাঁ পায়েরই দুর্দান্ত এক ফ্রি–কিকে গোল করেন।
তবে মেসি এমএলএসের এমন নিয়মে খুশি নন। মাঠের বাইরে এক ক্যামেরার সামনে ক্ষিপ্ত মেসি বলেন, ‘এ ধরনের নিয়ম হলে আমরা ভুল পথে আছি।’

আরও পড়ুন

মেসি পরেও কোনো গোল করতে পারেননি। কোনো গোলে সহায়তাও করতে পারেননি তিনি। চলতি বছরে এই প্রথম মায়ামির কোনো গোলে অবদান রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এরপরও মেসির মায়ামি জিতেছে ৩-২ গোলে। ২-০তে পিছিয়ে পড়ে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি ৩-২ ব্যবধানে ইন্টার মায়ামি জিতেছে রোহাসের সঙ্গে লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে।