মার্তিনেজ ‘উগ্র’, ফার্নান্দেজের গান ‘জঘন্য’, বললেন ফরাসি ডিফেন্ডার

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজরয়টার্স

এমিলিয়ানো মার্তিনেজ ফুটবল–দুনিয়ার আলোচিত–সমালোচিত এক নাম। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে নিয়ে ফুটবল–দুনিয়া যেন দুই ভাগে বিভক্ত। অনেকে তাঁকে দারুণ পছন্দ করেন এবং ভালোবাসেন, আবার এমন অনেকে আছেন, যাঁরা তাঁকে অপছন্দ করেন। ফরাসি ফুটবলার গিলিয়ান বিয়ানকোন অপছন্দ করা মানুষদের দলে।

বিয়ানকোনের কাছে মার্তিনেজ হচ্ছেন উদ্ধত একজন মানুষ। যে কারণে গত মৌসুমে তাঁর দল অলিম্পিয়াকোসের উয়েফা কনফারেন্স লিগ জয়ের পথে মার্তিনেজের দল অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়কে প্রতিশোধ হিসেবেই দেখেন তিনি। শুধু মার্তিনেজই নন, কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে বর্ণবাদী গান গেয়ে সমালোচিত হওয়া এনজো ফার্নান্দেজকেও অপছন্দ করেন এই ফরাসি ডিফেন্ডার।

আরও পড়ুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্তিনেজকে সমালোচনার তিরে বিদ্ধ করে বিয়ানকোন বলেছেন, ‘তাকে আমার কাছে উদ্ধত লেগেছে। তার আচরণে আমার যা পছন্দ হয়নি, সেটা হলো শ্রদ্ধার অভাব (অন্যের প্রতি)। ফলটা (কনফারেন্স লিগের) আমাকে আনন্দিত করেছে; কারণ, আমি আমার ফরাসি বন্ধুদের খুশি করতে পেরেছিলাম।’

২৪ বছর বয়সী এই ডিফেন্ডার এরপর তোপ দেগেছেন চেলসি মিডফিল্ডার ফার্নান্দেজের দিকেও। মূলত ফ্রান্স দলের উদ্দেশে বর্ণবাদী গান গাওয়ার কারণে তাঁর সমালোচনা করেছেন বিয়ানকোন।

আরও পড়ুন

যদিও পরে চাপের মুখে ক্ষমাও চেয়েছিলেন কাতার বিশ্বকাপের এই সেরা তরুণ খেলোয়াড়। তাঁকে নিয়ে বিয়ানকোন বলেছেন, ‘তার আচরণ আমার কাছে অশ্রদ্ধাজনক মনে হয়েছে। মানুষ হিসেবে এ ধরনের গান আমার কাছে জঘন্য ও বীভৎস মনে হয়েছে।’

মার্তিনেজ অবশ্য সব সময় জবাব দেওয়ার মানুষ। এখন এই সমালোচনার জবাবে তিনি কী বলেন, সেটাই দেখার অপেক্ষা।