জাভিও জানিয়ে দিলেন, পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে
উসমান দেম্বেলের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল কয়েক দিন ধরে। সেটাই সত্যি হতে যাচ্ছে। ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে, দেম্বেলেকে দলে টানার বিষয়ে তাঁর সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিতে রাজি হয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
লা পারিসিয়ান দাবি করেছে, পিএসজিতে সব মিলিয়ে বছরে ২ কোটি ইউরো বেতনের ব্যাপারে সম্মত হয়েছেন দেম্বেলে। বার্সায় ২৬ বছর বয়সী এই তারকার ‘রিলিজ ক্লজ’ ছিল ৫ কোটি ইউরো। ফরাসি সংবাদমাধ্যমটি কাল জানিয়েছে, দেম্বেলেকে কিনতে পিএসজি এই অর্থ দিতে রাজি হয়েছে।
দেম্বেলের দলবদল এখন নির্ভর করছে তাঁর বিষয়ে পিএসজি ও বার্সার ঐকমত্যে পৌঁছানোর ওপর। কিছুদিন আগে ক্যাম্প ন্যু ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানিয়েছিলেন দেম্বেলে। এরপর বার্সা পিএসজির সঙ্গে কথা বলার জন্য দেম্বেলেকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল। পিএসজি দেম্বেলের সঙ্গে কথা বলে তাঁর পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদের বিষয়ে একমত হয়েছে।
ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ কাল জানিয়েছে, গত সোমবার পিএসজি বার্সাকে জানিয়ে দেয়, তারা দেম্বেলের জন্য রিলিজ ক্লজের ৫ কোটি ইউরো দিতে রাজি। বার্সার বেঁধে দেওয়া সময়সীমা অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই দেম্বেলের ব্যাপারে কাতালান ক্লাবটির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতে হবে পিএসজিকে।
গুঞ্জন আছে, দেম্বেলের চূড়ান্ত দামটা ৫ কোটি ইউরোর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। একাধিক কিস্তিতে টাকাটা পরিশোধের আশা করছে পিএসজি। বার্সা রাজি না হলেও রিলিজ ক্লজ পরিশোধ করে দেম্বেলেকে নিয়ে যেতে পারবে পিএসজি। বার্সায় দেম্বেলের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর।
বার্সার কোচ জাভি হার্নান্দেজ অবশ্য আজই জানিয়ে দিয়েছেন, ক্যাম্প ন্যু ছেড়ে যাচ্ছেন দেম্বেলে। এসি মিলানের বিপক্ষে আজ বার্সার ১-০ গোলের জয়ে বেঞ্চে ছিলেন দেম্বেলে। লাস ভেগাসে এই ম্যাচ শেষে বার্সার কোচ জাভি জানিয়েছেন, দেম্বেলে ক্লাব ছাড়ার ইচ্ছা জানানোর পর তাঁকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে।
স্প্যানিশ টিভি চ্যানেলকে জাভি বলেছেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের সে (দেম্বেলে) জানিয়েছে ক্লাব ছাড়তে চায়। সরাসরিই সে সব কথা বলেছে। পিএসজি থেকে তার কাছে প্রস্তাব আছে। সেখান থেকে তারা তাকে ফোন করেছিল। আমাদের এখান থেকে কিছুই করার নেই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
জাভি এরপর বলেছেন, ‘আমার কষ্ট লাগছে। কারণ, ভেবেছিলাম আমরা তার দারুণ যত্ন নিয়েছি এবং সে এখানে সুখেই আছে। কিন্তু সে আমাদের বলেছে, তার কাছে প্রস্তাব আছে এবং আমাদের ছেড়ে যেতে চায়। এ জন্য তাকে আজ খেলানো হয়নি।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০১৭ সালে বার্সায় যোগ দেন দেম্বেলে। চোটের কারণে বার্সায় ছয় মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। ১৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন। বার্সায় তিনবার লা লিগা জয়ের পাশাপাশি কোপা দেল রে শিরোপাও জিতেছেন দেম্বেলে।