প্রতিপক্ষ কোচের ‘ভক্ত’ হয়েই ডাগ আউটে দাঁড়াচ্ছেন লিভারপুল কোচ

লিভারপুল কোচ আর্নে স্লট ও টটেনহাম কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু

গাং-হো!

কথাটির উৎস দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ। চায়নিজ শব্দ থেকে এখন ইংরেজিতেও প্রচলিত। বাংলা অর্থে, টার্মটির ভিত্তি তিনটি—লক্ষ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে সার্থকভাবে কাজ করা। লক্ষ্য অর্জনে যাঁরা কাজ করছেন, তাঁদের নিয়ন্ত্রণে রাখা। একে অপরকে উৎসাহ দেওয়া। আরেকটি অর্থে, একটু বেশিই কর্মশক্তিপূর্ণ ও উৎসাহী।

খটমটে বিষয়টিকে ভেঙে আরেকটু সহজ করা যাক। ফুটবলের লড়াইয়ে এই গাং–হো আসলে যুদ্ধাংদেহী মনোভাব। এবার আসল কথায় আসা যাক।

লিভারপুল কোচ আর্নে স্লট একজনের ভক্ত—টটেনহাম হটস্পারের অস্ট্রেলিয়ান কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। ফুটবলের প্রতি তাঁর দর্শন ‘গাং-হো’–এর মতোই বলে মনে করেন স্লট। এমন ভাবনার পক্ষে যুক্তিও আছে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের এ পথ পর্যন্ত প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোল করা (৩৬) দল টটেনহাম। স্লটের মতে, পোস্তেকোগলুর দলের খেলা দেখাটাও ‘আনন্দের।’

আরও পড়ুন

গত বৃহস্পতিবার নিজেদের সর্বশেষ ম্যাচেও সেই প্রমাণ রেখেছেন পোস্তেকোগলু। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ফিরতে হয়েছিল সমতায়। তবে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জেতার পর অস্কার জেতা ‘গ্লাডিয়েটর’ সিনেমায় অস্ট্রেলিয়ান অভিনেতা রাসেল ক্রো-র সংলাপ ফিরেছিল পোস্তেকোগলুর মুখে, ‘আপনারা কি আনন্দ পাননি?

লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে পোস্তেকোগলুর কাছে জানতে চাওয়া হয়েছিল এই ‘গাং-হো’ দর্শন নিয়ে। টটেনহাম কোচকে খুব একটা আগ্রহী মনে হলো না, ‘গাং-হো বলতে কী বোঝাতে চাচ্ছেন (সাংবাদিকদের প্রতি), তা আমি জানি না। আমরা নিজেদের খেলাটাই খেলব, যেটা ম্যাচ জেতাচ্ছে। লিভারপুলের বিপক্ষেও আমরা এটাই করব।’

অর্থাৎ আক্রমণ ও আক্রমণ।

তবে স্লট যতই প্রশংসা করুন, একটি কিন্তুও আছে। পোস্তেকোগলু মাঠে ‘গাং-হো’ দর্শনের সার্থক প্রয়োগ এখনো ঘটাতে পারেননি। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে ১১তম টটেনহাম। ফসকা গেরোর (১৯ গোল হজম) রক্ষণ ঠিক না করে আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে আপস না করায় তাঁকে কড়া সমালোচনার শিকারও হতে হচ্ছে। এরপরও ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল কোচের মুখে অমন প্রশংসাপত্র কারও কারও কাছে অস্বাভাবিকও লাগতে পারে। জাগতে পারে ভ্রুকুটিও। স্লট এমন কথা বলেছেন কি না, টটেনহামের মুখোমুখি হওয়ার আগে!

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে টটেনহামের স্টেডিয়ামে অতিথি হয়ে যাবে লিভারপুল। ম্যাচটি সামনে রেখে স্লট বলেছেন, তিনি পোস্তেকোগলুর ফুটবল-দর্শনের ভক্ত। শুধু তাই নয়, স্লট খুব করে আশা করেন, গত বছর ইংলিশ ফুটবলে পা রাখা পোস্তেকোগলু যেন টটেনহামে অন্তত একটি ট্রফি জেতেন। বাহ! মহারণের আগে প্রতিপক্ষ দলের কোচকে এমন প্রশংসায় ভাসানো শুনতে যেমন মধুর লাগে, তেমনি একটি প্রশ্নও জাগে, ইংলিশ প্রিমিয়ার লিগ কি সত্যিই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ? অন্তত এই ম্যাচের আগে তো প্রীতির আবহ!

আক্রমণাত্বক ফুটবল খেলালেও বিশেষ সুবিধা করে উঠতে পারছেন না পোস্তেকোগলু
এএফপি

তবে গভীরে তাকালে অন্য একটি বিষয়ও আছে। ক্লাবটির নাম যেহেতু টটেনহাম, তাই বলতেই হচ্ছে। উত্তর লন্ডনের ক্লাবটি কখনো বড় শিরোপা জিততে পারেনি। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সর্বশেষ শিরোপা জিতেছে ১৬ বছর আগে—২০০৮ লিগ কাপ। স্লটের কথাকে তাই অন্য অর্থে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াও মনে হতে পারে। যদিও লিভারপুল কোচের কথায় ব্যাপারটা মুগ্ধতা বলেই মনে হয়, ‘আমি আশা করি, আশা করি ও আশা করি, তিনি একটি শিরোপা জিতুন। সেটা লিগ কাপ নয়, তবে আমি তাঁর দলের পাঁড় ভক্ত-ইউরোপা লিগের জন্য। লোকে শুধু ট্রফি ট্রফি করে, আর সেটা খুব গুরুত্বপূর্ণও।’

স্লটের লিগ কাপে আশা না করার কারণটাও ভীষণ যৌক্তিক। আগামী মাসে লিগ কাপে দুই লেগের সেমিফাইনালে টটেনহাম যে লিভারপুলের প্রতিপক্ষ। ইউরোপা লিগে ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হারে মোট ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্বের পয়েন্ট টেবিলে ৯ম টটেনহাম।

আরও পড়ুন

তবে পয়েন্ট টেবিল নয়, স্লট মুগ্ধ পোস্তেকোগলু যে ব্র্যান্ডের ফুটবল খেলছেন তাতে, ‘আমার কাছে তার ব্র্যান্ডের ফুটবল ও তার স্টাইলের ফুটবল বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি এটার সমন্বয় করতে পারলে সাধারণ অর্থে ফুটবলের জন্যই এটা খুব ভালো হবে। লোকে তখন খুব বেশি আক্রমণাত্মক কিংবা এমন কিছু নিয়ে কথা বন্ধ করবে। অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবল কীভাবে খেলা সম্ভব?’

লিভারপুলের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া চেলসি। লিভারপুল টটেনহামের মুখোমুখি হওয়ার আগেই চেলসি টেবিলের শীর্ষে উঠতে পারে। এভারটনের মাঠে চেলসি নামবে বাংলাদেশ সময় রাত আটটায়। আর টটেনহাম-লিভারপুল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে।