৯০ মিনিটের খেলায় ১-০ গোলে জিতল আর্সেনাল। কিন্তু সেই জয় দুই লেগ মিলিয়ে দুই দলকে আলাদা করতে পারল না। পোর্তোর মাঠে প্রথম লেগটা যে আর্সেনাল হেরে এসেছিল ১-০ গোলেই। দুই লেগ মিলিয়ে তখন তাই ১-১ সমতা।
এমিরেটসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগ তাই গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হলো না আর। অবশেষে তাই টাইব্রেকার। রোমাঞ্চকর সেই লড়াইয়ে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। বিদায় নিল পোর্তো।
টাইব্রেকার মানেই গোলকিপারের নায়ক হওয়ার মঞ্চ। এমিরেটসে এদিন আর্সেনালের নায়ক তাদের গোলকিপার ডেভিড রায়া, যিনি মূলত ব্রেন্টফোর্ড থেকে ধারে গিয়ে খেলছেন আর্সেনালে। ২৮ বছর বয়সী এই স্প্যানিশ গোলকিপারের দারুণ দুই সেভই আসলে ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছে আর্সেনালকে।
স্পট কিকে আর্সেনালের হয়ে শট নেওয়া চারজনই বল পাঠিয়েছেন জালে। তবে পোর্তোর ভেনডেল ও গ্যালেনোর শট ঠেকিয়ে দেন রায়া। আর্সেন ওয়েঙ্গারের সময় সাতবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর অবশেষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের মঞ্চে জায়গা পেল আর্সেনাল।
পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে পিছিয়ে আসা আর্সেনাল এমিরেটসে ব্যবধান ঘুচিয়ে ফেলে ম্যাচের ৪১ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার গোলে। কিন্তু ওটাই শেষ। ম্যাচে এরপর আর কোনো দলই গোল করতে পারেনি, গোল হয়নি অতিরিক্ত সময়েও। খেলাও খুব একটা আকর্ষনীয় হয়নি। তবে টাইব্রেকার রোমাঞ্চ পুষিয়ে দিয়েছে সব।