২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মার্তিনেজকে মানুষ মনে হয় না এই ক্রোয়াট ফুটবলারের

এমিলিয়ানো মার্তিনেজের প্রতি শ্রদ্ধা ক্রোয়াট তারকা গোলকিপারেরছবি: রয়টার্স

এমিলিয়ানো মার্তিনেজের দিকে দৃষ্টি সবারই।

এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন গোলকিপার বেশ কয়েকবারই বুক পেতে বাঁচিয়েছেন তাঁর দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটির কথা ভাবুন তো! ২–১ গোলে এগিয়ে থাকা অবস্থায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড তো প্রায় গোলই করে ফেলেছিলেন। কিন্তু কী অসাধারণ দক্ষতায় এমিলিয়ানো মার্তিনেজ বিপদমুক্ত করলেন দলকে! ওই মুহূর্তে তাঁর সতীর্থরা যেভাবে তাঁকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়েছিলেন, সেটিই বলে দেয় সবকিছু। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও আর্জেন্টিনার স্বপ্নটা রক্ষা করেছেন ‘দিবু’। ২–০ গোলে পিছিয়ে থাকা নেদারল্যান্ডস যখন সমতায় ফিরল, তখন টাইব্রেকারে আর্জেন্টাইন গোলকিপারই হলেন ‘বীর’। খাদের কিনারা থেকে সেমিফাইনালে তুললেন আর্জেন্টিনাকে।

মার্তিনেজকে ‘মানুষ’ মনে না করলেও নিজ দেশের লিভাকোভিচকেই বিশ্বকাপের সেরা গোলকিপার মনে করেন কালিনিচ
ছবি: রয়টার্স

লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের পাশাপাশি বিশ্বকাপের আগে থেকেই আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ দলের বড় তারকা এমিলিয়ানো মার্তিনেজ। গত বছরের কোপা আমেরিকা থেকেই তিনি তারকা। অনেক বছর পর আর্জেন্টিনা মার্তিনেজে খুঁজে পেয়েছে চ্যাম্পিয়ন এক গোলকিপারকে। সেমিফাইনালের আগেও তিনি আলোচনার কেন্দ্রেই। চোটের কারণে এবারের বিশ্বকাপ খেলতে না পারা ক্রোয়াট গোলকিপার লোভরে কালিনিচ ‘মানুষ’ মনে করেন না আর্জেন্টিনার গোলকিপারকে।

চোটের কারণে এবারের বিশ্বকাপ খেলতে পারেননি কালিনিচ। খেলেছিলেন রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে
ছবি: এএফপি

২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়া দলে ছিলেন কালিনিচ। ক্রোয়েশিয়ার দৈনিক স্কোর্তস্কি নোভোস্তিকে তিনি বলেছেন ‘মার্তিনেজ দারুণ এক যোদ্ধা। মার্তিনেজকে আমার মানুষ মনে হয় না। সে এবারের প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার। সে পরিশ্রমী, একজন দারুণ যোদ্ধা।’

মার্তিনেজকে ‘মানুষ মনে না হলেও’ বিশ্বকাপের সেরা গোলকিপার কালিনিচের কাছে নিজ দেশের দমিনিক লিভাকোভিচই। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে লিভাকোভিচের পারফরম্যান্স ছিল ‘অতিমানবীয়’ই, ‘লিভাকোচিচ পুরো বিশ্বকাপেই দারুণ খেলছে। মার্তিনেজকে আমি তাঁর পেছনেই রাখব। বিশ্বকাপ শেষে বোঝা যাবে, সেরা গোলকিপারের জায়গাটা আসলে শেষ পর্যন্ত কার হবে।