রেফারিকে ঢুস মেরে নয় মাস নিষিদ্ধ লিওঁ কোচ
এ বছরের জানুয়ারিতে পাওলো ফনসেকাকে প্রধান কোচ করে এনেছে অলিম্পিক লিওঁ। ফরাসি ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি আছে তাঁর।
কিন্তু দুই মাস যেতে না যেতেই লিওঁকে নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে। রেফারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যে নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ হয়েছেন ফনসেকা! প্রায় ৯ মাস প্রধান কোচ ছাড়া লিওঁ চলবে কী করে?
নিজেদের মাঠ গ্রুপামা স্টেডিয়ামে গত রোববার ফরাসি লিগ আঁর ম্যাচে ব্রেস্তকে ২-১ গোলে হারিয়েছে লিওঁ। সে দিন ম্যাচের যোগ করা সময়ে ব্রেস্তের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বেনোয়া মিয়ে।
এ নিয়ে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ফনসেকা। তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে ঢুস মেরে বসেন ৫২ বছর বয়সী পর্তুগিজ কোচ। ফলে লাল কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়। ভিএআর অবশ্য লিওঁর পক্ষেই রায় দেয়। রেফারি মিয়ের সিদ্ধান্ত ভিএআরে বাতিল করা হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্সের অন্যতম সফল ক্লাবটি।
তবে পেনাল্টির সিদ্ধান্ত বদলে গেলেও ফনসেকার অপরাধ তো অপরাধই রয়ে গেছে। তাই তখনই ধারণা করা গিয়েছিল, কোচ ফনসেকার ওপর আরও বড় শাস্তির খড়্গ নেমে আসতে পারে। যদিও রেফারির সঙ্গে এমন আচরণের পর দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু শাস্তি থেকে বাঁচতে পারলেন না।
লিগ আঁর শৃঙ্খলা কমিশন জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত দলের ডাগআউটে দাঁড়াতে পারবেন না ফনসেকা। এ সময় পর্যন্ত রেফারিদের ড্রেসিংরুমেও ঢুকতে পারবে না। এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত নিজ দলের ড্রেসিংরুমেও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফনসেকাকে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে গিয়ে লিগ আঁর শৃঙ্খলা কমিশনের সভাপতি সেবাস্তিয়েন দুনেই বলেছেন, ‘তিনি (ফনসেকা) রেফারির দিকে তেড়ে গিয়ে চিৎকার করে ভীতি প্রদর্শন করেছেন এবং হুমকিমূলক মনোভাব প্রদর্শন করেছেন।’
সম্প্রতি অসেরের বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারিকে ‘দুর্নীতিবাজ’ বলে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়া। সেই প্রসঙ্গ টেনে দুনেই আরও বলেছেন, ‘কমিশন দুঃখ প্রকাশ করছে যে আবারও লিগ আঁর একজন প্রধান ব্যক্তিত্ব এমন আচরণ প্রদর্শন করেছেন। জনাব ফনসেকা লিগ আঁর একটি দলের কোচ। সর্বোপরি তিনি একজন শিক্ষক এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এ ধরনের মনোভাব তাঁর সঙ্গে একেবারেই বেমানান।’
ফনসেকার কোচিংয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে অলিম্পিক লিওঁ। জিতেছে তিনটিতে, হেরেছে দুটিতে। ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লিগ আঁর ৬ নম্বরে আছে লিওঁ। আজ রাতে ইউরোপা লিগের ম্যাচে দলটি রোমানিয়ার ক্লাব স্টুয়া বুখারেস্টের বিপক্ষে খেলবে।