খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন নেইমার
ক্যারিয়ারের শুরু থেকে বারবার নেইমারের সামনে প্রতিবন্ধকতার দেয়াল তুলে দাঁড়িয়েছে চোট। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। সর্বশেষ গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। সেই চোট নিয়ে তাঁকে যেতে হয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাঁকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠে বাইরে।
অবশেষে দীর্ঘ ৯ মাস মাঠের বাইরে থাকার পর ভক্তদের সুখবর দেন নেইমার। শুরু করেন ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। এর মধ্যে নেইমারের ক্লাব আল হিলাল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান তারকার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। যেখানে নেইমারকে ফিটনেস অনুশীলন করতে দেখা গেছে।
তবে চোটের সঙ্গে লড়াই করে টিকে থাকা নেইমারের জন্য মোটেই সহজ ছিল না। শারীরিক ও মানসিকভাবে অবর্ণনীয় এক লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হয়েছে তাঁকে। এমন পরিস্থিততে খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন নেইমার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেইমার লিখেছেন, ‘আমার চোটে পড়ার দিনগুলো খুব কঠিন ছিল। এমন দিনও এসেছিল, যখন মনে হয়েছিল হাল ছেড়ে দেই। এর ভেতর দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল।’
সময়টা কঠিন হলেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে প্রত্যয়ী বলেও জানান নেইমার, ‘একজন যোদ্ধা হিসেবে, আমি যা চাই, তা না–পাওয়া পর্যন্ত থামছি না। সৃষ্টিকর্তা আমার শক্তি ও রক্ষাকর্তা। প্রতিদিন লড়াই চালিয়ে যাব।’
লড়াকু নেইমারকে মাঠে দেখতে উন্মুখ হয়ে আছেন তাঁর ভক্ত-সমর্থকেরাও। একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হয়তো মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে পারেন এই ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার।