মৌসুম শুরুর আগেই চ্যাম্পিয়ন দলের নাম জানাল সুপার কম্পিউটার

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু আগামী শুক্রবারএক্স

ইংলিশ প্রিমিয়ার লিগকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ক্রীড়া আসর ভাবা হয়। কিন্তু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগকে বড্ড একপেশে বানিয়ে ফেলেছে। গার্দিওলার অধীন সর্বশেষ চার মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে সিটি। এর মধ্যে ২০১৭–১৮ মৌসুমে লিগ ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট অর্জনের কীর্তিও গড়েছে।

ফুটবলের পরিসংখ্যান ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ এবারও সিটির জন্য সুসংবাদ নিয়ে এসেছে। অপ্টার সুপার কম্পিউটার বলছে, ২০২৪–২৫ মৌসুমেও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। সুপার কম্পিউটারের হিসাবে টানা পঞ্চমবারের মতো সিটির লিগ জয়ের সম্ভাবনা ৮২.২০%।

আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বিশেষ এই কম্পিউটার বেশ কয়েক বছর ধরে মৌসুম শুরুর আগমুহূর্তে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে আসছে। এ ছাড়া প্রতিটি রাউন্ড (ম্যাচ ডে) শেষে শিরোপা জয়ের সম্ভাবনার তথ্য হালনাগাদ করে তো থাকেই। সেই ধারাবাহিকতায় ২০২৪–২৫ মৌসুমেরও সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়েছে সুপার কম্পিউটার।

অপ্টা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আমরা (আসন্ন) ২০২৪–২৫ মৌসুমের ১০ হাজার পরিস্থিতির অনুকৃতি (সিমুলেশন) তৈরি করেছি। ম্যানচেস্টার সিটির (৮২.২০%) মতো চ্যাম্পিয়ন হওয়ার জোরাল সম্ভাবনা অন্য কোনো দলের নেই। এটি বেশির ভাগ ফুটবলপ্রেমীর জন্য অবাক হওয়ার মতো কিছু নয়। পেপ গার্দিওলার দল সর্বশেষ চার মৌসুমেই শিরোপা জিতেছে। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে এতটা সাফল্যের সঙ্গে আর কোনো কোচ দল পরিচালনা করতে পারেননি।’

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও সর্বশেষ দুই মৌসুমে রানার্সআপ হয়ে সন্তষ্ট থাকতে হয়েছিল আর্সেনালকে। ২০২৪–২৫ মৌসুমেও আর্সেনাল রানার্সআপ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টার সুপার কম্পিউটার। গানারদের শিরোপা জয়ের সম্ভাবনা ১২.২০%। লিভারপুলের সম্ভাবনা ৫.১০%। চেলসি (০.২০%) ও নিউক্যাসল ইউনাইটেডেরও (০.১০%) কিঞ্চিৎ সম্ভাবনা দেখানো হয়েছে। বাকি ১৫ দলের সম্ভাবনা নেই বললেই চলে।

২০২৪–২৫ মৌসুম শেষে কোন ক্লাব কততম অবস্থানে থাকবে

তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ম্যানচেস্টার সিটিকে ২০২৪–২৫ মৌসুমেও এগিয়ে রাখা হলেও সম্ভাবনা গত মৌসুমের চেয়ে কমেছে। ২০২৩–২৪ মৌসুম শুরুর আগে গার্দিওলার দলের শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হয়েছিল ৯০.২০%। শেষ পর্যন্ত সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমাণিত হয়েছে।

শুধু চ্যাম্পিয়ন দলই, শীর্ষ তিনে কারা থাকবে; গত মৌসুমে সেই ভবিষ্যদ্বাণীও মিলে গিয়েছিল। গত মৌসুমে সব মিলিয়ে সাতটি দলের অবস্থান নিয়ে করা ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়েছিল।

সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যানচেস্টার সিটির গড় পয়েন্ট হতে পারে সর্বোচ্চ ৮৮.৭। আর্সেনাল দ্বিতীয় হতে পারে ৭৭.৬ পয়েন্ট তুলে। লিভারপুলের অর্জন হতে পারে ৭৪ পয়েন্ট। আর ৬১.৭ পয়েন্ট তুলে শীর্ষ চারে থাকতে পারে চেলসি।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগ ফেসবুক পেজ

ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ থেকে এ মৌসুমেই শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে উঠে এসেছে লেস্টার সিটি, ইপ্সউইচ টাউন ও সাউদাম্পটন। মৌসুম শুরুর আগেই এই তিন ক্লাবকে দুঃসংবাদ দিয়েছে অপ্টা। সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে আবারও অবনমিত হবে লেস্টার, ইপ্সউইচ ও সাউদাম্পটন।