কুমিল্লায় আবাহনী ও গাজীপুরে রহমতগঞ্জ উড়াল জয়ের পতাকা
ম্যাচ শেষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর পতাকা ওড়াতে ওড়াতে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। তাঁর মুখে চওড়া হাসি। আরমান ফয়সাল ও শাহরিয়ার ইমনের গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়েছে প্রিয় দল—পড়ন্ত বিকেলটা উপভোগই করলেন ওই সমর্থক।
রহমতগঞ্জের জন্যও দিনটা কেটেছে আনন্দে। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে পুরান ঢাকার দলটি ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে। ফকিরেরপুলের তুরায়েভ ১-১ করলেও বড় হার এড়াতে পারেনি তাঁর দল।
রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ও রাজন হাওলাদার করেছেন দুটি করে গোল। একটি করে গোল তাজ উদ্দিন ও নাবিব নেওয়াজের জাতীয় দলে আড়াই বছর ধরে উপেক্ষিত স্ট্রাইকার নাবিবের লিগে গোল হলো পাঁচটি। ফেডারেশন কাপে একটি হ্যাটট্রিকসহ মৌসুমে তাঁর গোল এখন ৮টি।
চতুর্থ রাউন্ড শেষে আবাহনী, রহমতগঞ্জ পয়েন্ট ছিল সমান ৯। গোলগড়ে এগিয়ে থাকায় রহমতগঞ্জ দুইয়ে ছিল, আবাহনী তিনে। ৫ম রাউন্ড শেষেও দুই দল একই অবস্থানে। গোলগড়ে রহমতগঞ্জ দুইয়ে, তিনে আবাহনী। ৫ ম্যাচই জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান।
বিদেশি খেলোয়াড়বিহীন আবাহনী এবারের লিগে কতটা ভালো করতে পারবে, সংশয় ছিল অনেক। কিন্তু মারুফুল হকের কোচিংয়ে লিগের শুরুটা ভালোই করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। ফকিরেরপুল ও ওয়ান্ডারার্সের বিপক্ষে জয়ের পর মোহামেডানের কাছে হার। চতুর্থ ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে দলটি।
আবাহনীর দুটি গোলেই ছিল বুদ্ধির ছাপ। ২২ মিনিটে মানিক মোল্লার পাস থেকে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গড়ানো প্লেসিংয়ে ১-০ করেন তরুণ ফরোয়ার্ড আরমান ফয়সাল। ৮৮ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোলটা খেয়েছে পুলিশ। তাদের দুই ডিফেন্ডারে মাঝখান থেকে বল নিয়ে ছোটেন শাহরিয়ার ইমন। এরপর ভেতরে ঢুকে ডান পায়ে প্লেসিংয়ে করেন ২-০। পুলিশের গোলকিপার এগিয়ে এসেও দলকে বাঁচাতে পারেননি।
অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন খেলোয়াড়কে নিয়ে রহমতগঞ্জ বড় দল হয়ে উঠেছে এ মৌসুমে। লিগে প্রথম দুই ম্যাচে জয়। তৃতীয় ম্যাচে কিংসের কাছে হার। চতুর্থ ম্যাচে ব্রাদার্সকে ৩-১ গোলে হারানোর পর আজ আরও বড় জয়ে পুরান ঢাকার দলটি হয়ে উঠেছে বেশ আত্মবিশ্বাসী।