‘সৎ মানুষ’ আনচেলত্তি রিয়ালের হারে অজুহাত খুঁজছেন না

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিএএফপি

‘আমি খুব সৎ মানুষ। আজকের (গত রাতের) ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা ন্যায্য। আমাদের এটা মানতে হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি।’

পিয়েরে–মাউরি স্টেডিয়ামে গতকাল রাতে লিলের কাছে ১–০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তারপর কথাগুলো বলেছেন মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। এ হারের মধ্য দিয়ে গত জানুয়ারি থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল। আর ২০২৩ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে হারের পর চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম হার রিয়ালের।

আরও পড়ুন

প্রথমার্ধে যোগ করা সময়ে রিয়ালের বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গা হ্যান্ডবল করায় পেনাল্টি পায় লিল। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন ফরাসি ক্লাবটির ফরোয়ার্ড জোনাথন ডেভিড। এই এক গোলে পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি রিয়াল। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে হার দেখতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।
কার্লো আনচেলত্তি, রিয়াল মাদ্রিদ কোচ

ম্যাচ শেষে আনচেলত্তি আরও বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

রিয়ালকে গোল এনে দিতে পারেননি এমবাপ্পে
এএফপি

আনচেলত্তি ভালো খেলতে না পারার দায় স্বীকার করে সরাসরি বলেছেন, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে ছিলেন ১৮ বছর ৭৩ দিন বয়সী এনদ্রিক। কিন্তু তেমন একটা ভালো খেলতে পারেননি। ম্যাচ শেষে মুভিস্টারকে এনদ্রিক বলেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’

আরও পড়ুন

ইউরোপীয় প্রতিযোগিতায় লিলকে অন্যতম সেরা রাত উপহার দিতে পেরে আনন্দিত দলটির কোচ ব্রুনো জেনেসিও। লিওঁর কোচ থাকতে ২০১৮ সালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষেও জিতেছিলেন জেনেসিও। জয়ের পর তিনি বলেছেন, ‘সবাই দারুণ পারফর্ম করেছে। আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য এটি (জয়) সুন্দর উপহার। এটা বুঝিয়ে দেয়, ৯০ মিনিটে আমরা ইউরোপের সেরা দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারি।’

জয়ের পর লিলের খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি

চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত ২ ম্যাচ খেলে একটিতে হারল রিয়াল। নিজেদের প্রথম ম্যাচটি ৩–১ গোলে জিতেছিল স্টুটগার্টের বিপক্ষে। পয়েন্ট তালিকায় ৩৬ দলের মধ্যে এখন ১৭তম রিয়াল। শীর্ষ ৮ দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। ৯ম থেকে ২৪তম স্থানের দলগুলোর প্লে–অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। জয়ী দলগুলো শেষ ষোলোয় বাকি জায়গাগুলো পূরণ করবে।