এমবাপ্পের সঙ্গে তাঁর ভাই এথানকেও চায় রিয়াল, খবর স্পেনের সংবাদমাধ্যমের
কিলিয়ান এমবাপ্পে আর পিএসজিতে থাকবেন কি না, চলতি মৌসুম শুরুর আগে এ নিয়ে প্যারিসে উত্তাল বাতাসই বয়ে গিয়েছিল। ঠিক সেই সময়, প্যারিসের ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তাঁর ছোট ভাই এথান এমবাপ্পের।
কিলিয়ানের মতো পিএসজিতে এথানের অবস্থান এখনো অতটা শক্ত হয়নি। অভিষেকের ওই ম্যাচেই এখনো সীমাবদ্ধ তাঁর পিএসজি ক্যারিয়ার। ইউরোপের ফুটবলে কিলিয়ানের মতো নামডাকও এখনো করে উঠতে পারেননি এথান। কিন্তু এর মধ্যেই স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাঁর ভাই এথানকেও চাইছে রিয়াল।
১৭ বছর বয়সী এথান মিডফিল্ডার। তবে ভাই কিলিয়ানের মতো আক্রমণভাগের সামনের দিকেও খেলে থাকেন। কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে তো তিনি প্রায় রিয়ালের হয়েই গিয়েছিলেন। কিন্তু যাই যাই করেও শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন এমবাপ্পে। সেবার এমবাপ্পে পিএসজিতে থেকে গেলেও তাঁর রিয়ালে যাওয়া নিয়ে আলোচনা থামেনি কখনোই।
দেখতে দেখতে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। চলতি মৌসুম শেষেই পিএসজিতে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার কোনো ইচ্ছা তাঁর নেই বলেই জানিয়ে দিয়েছেন। মৌসুম শেষে মুক্ত খেলোয়াড় হিসেবে এমবাপ্পের রিয়ালে নাম লেখানোটা নিশ্চিতই বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যমের।
স্পেনের সংবাদমাধ্যম নতুন করে খবর দিয়েছে, এমবাপ্পের সঙ্গে তাঁর ভাই ১৭ বছর বয়সী এথানকেও চাইছে রিয়াল। এথান এমবাপ্পে আর পিএসজির ঘনিষ্ঠ সূত্র ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট নাইনটি মিনিটসকে জানিয়েছে, এথান এ মুহূর্তে ক্লাব ছাড়ার চেয়ে মূল দলে আরও বেশি ম্যাচ খেলার দিকেই নজর দিচ্ছেন।