লিগ বদলেছে, দল বদলেছে, বদলাননি হ্যারি কেইন
টটেনহাম মরিয়া হয়ে চেয়েছিল তাঁকে ধরে রাখতে। কিন্তু বায়ার্ন মিউনিখ তাঁকে দলে টানার ব্যাপারে ছিল অনড় অবস্থানে। হ্যারি কেইন নিজেও চেয়েছেন টটেনহাম ছেড়ে বায়ার্নে যেতে। শেষ পর্যন্ত বায়ার্ন ও কেইনেরই জয় হয়েছিল সেই লড়াইয়ে। রেকর্ড বেতন দিয়ে তাঁকে আনার সিদ্ধান্ত যে ভুল ছিল না, মৌসুমের শুরুতেই তা প্রমাণ করলেন কেইন। বায়ার্নের হয়ে রীতিমতো উড়ন্ত শুরু পেয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।
সর্বশেষ গতকাল রাতে বুচোমের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন কেইন, করেছেন ২টি অ্যাসিস্টও। লিগ ও ক্লাব বদলালেও তিনি যে বদলে যাননি, সেই প্রমাণই যেন দিয়ে যাচ্ছেন এই স্ট্রাইকার। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় মাত্র ৫ ম্যাচ খেলেই একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন কেইন। বায়ার্নের হয়ে একমাত্র ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় প্রথম ৫ ম্যাচে ৭ গোল করেছেন কেইন। এর আগে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন গার্ড মুলার, মিরোস্লাভ ক্লোজা এবং মারিও মানজুকিচ। পাশাপাশি বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম ৫ ম্যাচে ১০ গোলে (৭ গোল ও ৩ অ্যাসিস্ট) যুক্ত থাকার রেকর্ডও গড়েছেন কেইন।
মৌসুমের শুরুতেই যেখানে এত দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। নিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কেইন বলেছেন, ‘আমি আনন্দিত যে গোল করে দলের জয়ে সাহায্য করতে পারছি। আমি এখানে খু্ব ভালো আছি। আর প্রতিনিয়ত দলকে আরও ভালোভাবে জানছি, যার দৃষ্টান্ত আজকের খেলায় পাওয়া যাবে। আমি আশা করছি, আরও কিছু গোল নামের পাশে যুক্ত করতে পারব।’
বুচোমের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে এই ইংলিশ স্ট্রাইকার বলেছেন, ‘আমরা আজ খুব ভালো খেলেছি এবং আমরা মানসিকভাবেও খুব শক্তিশালী ছিলাম। আমরা খেলাটাকে সহজ করে তুলেছি এবং বল পায়ে খুবই গতিময় ছিলাম। ম্যাচটা আমাদের জন্য কঠিনও হতে পারত। কিন্তু আজ দলের প্রত্যেকেই নিজেদের সেরা ছন্দে ছিল। এই অনুভূতি খুবই চমৎকার।’
কেইন-নৈপুণ্যে দুর্দান্ত জয়ে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বায়ার্ন। এ জয়ের পর বায়ার্ন কোচ থমাস টুখেল বলেছেন, ‘আমি খুবই ভালো বোধ করছি। দলের খেলার ধরন খুবই ভালো ছিল। আমি গা ছেড়ে দিইনি এবং সেটাই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি, বুচোমের বিপক্ষে খেলা কতটা অস্বস্তিকর। তবে আমরা ধারাবাহিক ছিলাম, মনোযোগী ছিলাম এবং আমাদের পারফরম্যান্সও বেশ উঁচু মানের ছিল।’