‘সেরা সময়ে’ এমবাপ্পের সঙ্গে দৌড়াতে চাইতেন বোল্ট
মাদ্রিদে গতকাল অনুষ্ঠিত হলো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট অনুষ্ঠানটি আলোকিত করেন। সেখানে ব্রেকথ্রু অব দ্য ইয়ার বা সেরা নতুন তারকার পুরস্কার পাওয়া রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামের সঙ্গে দারুণ সময়ও কেটেছে বোল্টের।
বেলিংহামকে দেখেই তাঁর সঙ্গে হাত মেলানোর পর আলিঙ্গন করেন অলিম্পিকে ৮ বার সোনাজয়ী বোল্ট। এরপর দুজনে মিলে দুই হাত দুই দিকে ছড়িয়ে একটি উদ্যাপনও করেন। সেটি আসলে মাঠে গোল করার পর বেলিংহামেরই উদ্যাপনের প্রতিরূপ।
অনুষ্ঠানে জ্যামাইকান কিংবদন্তিকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলেছে মার্কাটিভি। সেখানেই বোল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, ১০০ মিটার স্প্রিন্টে কিলিয়ান এমবাপ্পে তাঁকে হারাতে পারবেন কি না? এই প্রশ্ন ওঠার একটি পটভূমিও আছে। এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন আবারও ভাসছে স্পেনের বাতাসে এবং সেটি হওয়ার কথা এ মৌসুম শেষেই। রিয়ালকেন্দ্রিক সংবাদমাধ্যম মার্কার টিভি চ্যানেল তাই খুব স্বাভাবিকভাবেই সর্বকালের সেরা স্প্রিন্টারকে পেয়ে মজার প্রশ্নটি করেছে। আর বল পায়ে ২৫ বছর বয়সী এমবাপ্পের গতি নিয়েও তো প্রশ্ন চলে না।
গুঞ্জন আছে, এমবাপ্পে ১০০ মিটার দৌড় ১০.৯ সেকেন্ডে শেষ করতে সক্ষম। ফরাসি সংবাদমাধ্যম ‘লা ফিগারো’ ২০২০ সালে এক জরিপে জানিয়েছিল, ঘণ্টায় ২২.৩৭ মাইল গতিতে দৌড়াতে পারেন এমবাপ্পে, যা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। আর এমবাপ্পের গতি অনেক আগে থেকেই পছন্দ বোল্টের। বেশ কয়েকবার বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডের প্রশংসাও করেছেন। এবার অবশ্য স্প্রিন্টে নিজের সিংহাসন ধরে রেখেই এমবাপ্পের প্রশংসা করলেন ৩৭ বছর বয়সী বোল্ট।
২০১৭ সালে স্প্রিন্ট থেকে অবসর নেওয়া বোল্ট এই বয়সেও দৌড়ে এমবাপ্পেকে হারাতে পারবেন কি না—প্রশ্নের উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, আমি তাকে এখনো হারাতে পারব।’ মজা করে বোল্ট আরও বলেছেন, ‘নিজের সেরা সময়ে এমবাপ্পের সঙ্গে দৌড়াতে পারলে ভালো লাগত। সে আমার কতটা কাছে আসতে পারে সেটা দেখতাম।’
৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করার বিশ্বরেকর্ডধারী বোল্ট এমবাপ্পের প্রশংসাও করেছেন। তবে বোল্ট মনে করিয়ে দিয়েছেন, ‘এটা অর্জন করা কঠিন। লোকে ভাবতে পারে ব্যাপারটা সহজ। তবে তার বিশেষ প্রতিভা আছে। এমবাপ্পে খুবই গতিময়। বল পায়ে খুবই গতিময়।’
রিয়ালে বেলিংহামের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন বোল্ট। লা লিগার এবারের মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা বেলিংহাম (১৭)। গত রোববার রাতে এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে যোগ করা সময়ে গোল করে রিয়ালকে ৩–২ ব্যবধানে জেতান বেলিংহাম। তাঁকে নিয়ে বোল্ট বলেছেন, ‘রিয়ালে যোগ দেওয়ায় তার কাছে আমরা দুর্দান্ত কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু সে এমন উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, যেটা আমরা এখনই প্রত্যাশা করিনি। সে সব সময় উঁচুমানের ফুটবলারদের কাতারেই থাকবে। তার সঙ্গে দেখা করা এবং কথা বলাও আনন্দের। এটা ভালো যে তরুণেরা উঠে আসছে।’
এবার অলিম্পিক গেমসে থাকার কথাও জানিয়েছেন বোল্ট। ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটি দর্শক আসন থেকে দেখতে ১০০ ও ২০০ মিটারের বিশ্বরেকর্ডধারী বোল্টের নাকি আর তর সইছে না, ‘সবখানে যেন যেতে পারি সেই পাসটা (অনুমতিপত্র) চাই। যা যা কিছু করা সম্ভব তার সবই করতে চাই। চকলেটের দোকানে শিশুরা যেমন করে, সেদিন তেমনই হতে চাই।’