রোনালদো এক মাস পর মাঠে ফিরলেন, মেজাজ হারালেন তিনবার

মাঠে ফিরে এভাবে মেজাজও হারিয়েছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোএএফপি

দুজনেই নিজ নিজ ভুবনে সর্বকালের সেরাদের একজন। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো, রেসলিংয়ে ‘দ্য আন্ডারটেকার’। গতকাল রাতে রিয়াদ সিজন কাপে দুই কিংবদন্তিকে দেখা গেল একই মাঠে!

মাঠটা ফুটবলের। রিয়াদের কিংডম অ্যারেনা। সিজন কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসর। রোনালদোর জন্য ম্যাচটা ছিল চোট কাটয়ে মাঠে ফেরার। গত মাসে পায়ের পেছনের মাংশপেশিতে চোট পেয়েছিলেন রোনালদো। তাঁর অনুপস্থিতির কারণে প্রাক্‌–মৌসুমে চীন সফর বাতিল করেছিল আল নাসর। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিরও মুখোমুখি হতে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। ১ ফেব্রুয়ারি মেসির ইন্টার মায়ামির বিপক্ষে আল নাসর ৬-০ গোলে জিতলেও সে ম্যাচে ছিলেন না রোনালদো।

অবশেষে চোট কাটিয়ে বৃহস্পতিবার রাতে মাঠে ফিরছেন পর্তুগিজ তারকা, যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। নেইমারের ক্লাব আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর।

আরও পড়ুন

ম্যাচ শুরুর আগে কিংডম অ্যারেনা আলোকিত করেন পেশাদার রেসলিংয়ে সর্বকালের সেরাদের একজন মার্ক উইলিয়াম ক্যালাওয়ে। এই নামে তাঁকে না চেনাই স্বাভাবিক। পেশাদার রেসলিংয়ে তিনি ‘দ্য আন্ডারটেকার’ নামে পরিচিত। সাবেক এই রেসলার ম্যাচ শুরুর আগে চিরাচরিত কালো পোশাক ও হ্যাট পরে ধীর পায়ে মাঠে ঢোকেন। ব্যাকগ্রাউন্ডে তখন বেজেছে তাঁর আইকনিক মিউজিক। দর্শকদের পাশাপাশি চমকে যান রোনালদোও। দুই দলই তখন মাঠে পাশাপাশি দাঁড়িয়ে ছিল। আন্ডারটেকার মাঠে ট্রফি উঁচিয়ে ধরার সময় হেসে পাশের সতীর্থকে কিছু একটা বলেছেন রোনালদো। তবে তাঁর আন্ডারটেকারের প্রতি বিমুগ্ধ নয়নে তাকিয়ে থাকা দেখে কারও কারও শৈশবের রেসলিংপ্রীতিও মনে পড়তে পারে!

রিয়াদ সিজন কাপ ট্রফি হাতে ‘দ্য আন্ডারটেকার’
এএফপি

রোনালদো পুরো ৯০ মিনিট সময়েই মাঠে ছিলেন। কিন্তু গোল করা কিংবা সেভাবে সুযোগও তৈরি করতে পারেননি। বেশ কিছুদিন খেলার বাইরে থাকায় ছন্দে ফিরতে হয়তো সময় লাগবে। আল হিলালের হয়ে গোল করেন সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ ও সালেম আল-দাওসারি। ম্যাচে মেজাজও হারিয়েছেন রোনালদো। গ্যালারিতে থেকে তাঁকে তাক করে ‘মেসি, মেসি’ বলে স্লোগান তুলেছিলেন দর্শকেরা। রোনালদো দর্শকদের প্রতি হাত উঁচিয়ে পাল্টা জবাবে বলেছেন, ‘আমি ক্রিস্টিয়ানো, মেসি নই।’

আরও পড়ুন

ম্যাচ শেষেও মেজাজ হারিয়েছেন রোনালদো। মাঠে আল হিলালের খেলোয়াড়েরা আল নাসরের খেলোয়াড়দের গার্ড অব অনার দিয়েছেন। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো আল হিলালের খেলোয়াড়ের মাঝ দিয়ে যাওয়ার সময় রোনালদোর সামনে পড়েছিলেন এক কর্মী। হাত উঁচিয়ে তাঁকে সরে যেতে বলেন রোনালদো। এ সময় তাঁর মুখভঙ্গি দেখেই বোঝা গেছে, বেশ বিরক্ত। তবে ড্রেসিংরুমে যাওয়ার পথে তাঁর শেষ কাণ্ডটি নিয়ে বিতর্ক হতে পারে। ড্রেসিংরুমে ঢোকার আগে রোনালদোর দিকে জার্সি ছুড়ে মারেন আল হিলালের এক সমর্থক। পর্তুগিজ তারকা জার্সিটি তুলে নিয়ে নিজের ঊরুসন্ধিতে ঘষতে ঘষতে ভেতরে ঢুকে যান।

গত ৩০ ডিসেম্বর আল নাসরের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন রোনালদো। লিগে সে ম্যাচে আল তাওয়ানকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। সৌদি প্রো লিগ পয়েন্ট টেবিলে দ্বিতীয় রোনালদোদের দল। ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আল নাসর।

আরও পড়ুন