সেই গোলাম রব্বানী ফিরছেন বাফুফেতে

কোচ গোলাম রব্বানীশামসুল হক

বাফুফের চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন গত বছরের মে মাসে। যাওয়ার সময় সরাসরি না হলেও পরোক্ষে বাফুফের বিরুদ্ধে অভিযোগ আনেন অনেক। কাজের স্বাধীনতা নেই বলেছিলেন। সেই গোলাম রব্বানী আবারও ফিরতে পারেন বাফুফেতে।

তবে আগে যেমন ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, এখন আর সেই দায়িত্বে নয়। নতুন ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তাদের অধীন পরিচালিত এলিট একাডেমির প্রধান কোচ করতে চায় বাংলাদেশের নারী ফুটবলের সফল এই কোচকে।

গোলাম রব্বানীকে কোচ করা প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদী আজ প্রথম আলোকে বলেন,  ‘এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে আমরা গোলাম রব্বানীকে ভেবেছি। তাঁর সঙ্গে কথাও হয়েছে। তিনি সম্মত আছেন। এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা হবে। ডেভেলপমেন্ট কমিটি পাস করে দিলে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সব ঠিক থাকলে গোলাম রবাবানীকে আমরা জানুয়ারির মাঝামাঝি যোগ দিতে বলেছি।’

গোলাম রব্বানী আবারও ফিরতে পারেন বাফুফেতে
ছবি: প্রথম আলো

এ ব্যাপারে জানতে গোলাম রব্বানীকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
২০২২ সালে কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার সিনিয়র বিভাগে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে গোলাম রব্বানীর অধীনে।

আরও পড়ুন

এর কয়েক মাস পর হঠাৎ গোলাম রব্বানী সম্পর্কচ্ছেদ করেন বাফুফের সঙ্গে। দল নিয়ে তৎকালীন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির হস্তক্ষেপসহ নানা অভিযোগ করেছিলেন। বাফুফে তাঁকে রাখার চেষ্টা করলেও গোলাম রব্বানী থাকেননি। বাফুফের চাকরি ছেড়ে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর নারী কোচ হিসেবে।

নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, ব্রিটিশ কোচ পিটার বাটলারকে নারী দলের কোচ হিসেবেই রাখার পরিকল্পনা তাঁদের। বাটলার যদিও বাংলাদেশের এসেছিলেন এলিট একাডেমির কোচ হিসেবে।

আরও পড়ুন