২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আল নাসরে জিদানকে কোচ হিসেবে চান রোনালদো

জিনেদিন জিদান ও ক্রিস্টিয়ানো রোনালদো—একসঙ্গে রিয়ালের অনেক সাফল্যের রূপকারএক্স

২০২৩ সালে আলোড়ন তুলে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছিল, আল নাসরই হয়তো সৌদি প্রো লিগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে।

কিন্তু রোনালদোকে নিয়েও সেটি করতে পারেনি আল নাসর। এর মধ্যে ‘সিআর সেভেন’ ব্যক্তিগতভাবে বেশি কিছু রেকর্ড গড়লেও দলের হয়ে শুধু একটি শিরোপাই জিততে পেরেছেন।

আরও পড়ুন

রোনালদো আসার পর এখন পর্যন্ত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা ছাড়া আর কিছুই জেতা হয়নি আল নাসরের। ক্লাবটির সাফল্যের পথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আল হিলাল। গত মৌসুমে এই আল হিলালের কাছে শিরোপা হাতছাড়া করেছিল আল নাসর। এরপর কয়েক দিন আগে সৌদি সুপার কাপের ফাইনালেও আল হিলালের কাছে ৪–১ গোলে বিধ্বস্ত হন রোনালদোরা

দলের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে কোচ লুইস কাস্ত্রোর ভূমিকা নিয়ে। জানা গেছে, এই মুহূর্তে নতুন কোচের সন্ধান শুরু করেছে ক্লাবটি। এ ক্ষেত্রে রোনালদোর পছন্দের তালিকায় আছেন জিনেদিন জিদান। রোনালদোর এই বিশেষ পছন্দের খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোচ লুইস কাস্ত্রো
ইনস্টাগ্রাম

মাদ্রিদভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমান কোচ কাস্ত্রোর পাফরম্যান্সে খুশি নয় আল নাসর কর্তৃপক্ষ। তারা সবগুলো শিরোপার জন্য লড়তে চায়, কিন্তু দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হচ্ছেন পর্তুগিজ এই কোচ।

দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন রোনালদো নিজেও। দলের নীতিনির্ধারণ কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনালদোর চাওয়া জিদান কোচ হয়ে আসুন। রিয়াল মাদ্রিদে জিদানের সঙ্গে জুটি গড়ে পাওয়া সফলতাকেই আল নাসরের হয়ে আবার ফেরাতে চান পর্তুগিজ অধিনায়ক। এর কাস্ত্রোকেও অবশ্য রোনালদোর পছন্দেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল আল নাসর।

আরও পড়ুন

সৌদি ক্লাবের সঙ্গে জিদানকে জড়িয়ে গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর নুনো এস্পিরিতো সান্তো আল ইত্তিহাদ ছাড়ার পর জিদানের ক্লাবটির দায়িত্ব নেওয়ার কথা শোনা গিয়েছিল। সে সময় ইত্তিহাদ নাকি জিদানকে কিনতে জোর চেষ্টা করেছিল। যদিও সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। শোনা গিয়েছিল জিদানকে আল নাসরের প্রস্তাব দেওয়ার কথাও। গত বছরের মে মাসে জানা গিয়েছিল, জিদানকে পেতে ১৭২৭ কোটি টাকার প্রস্তাব দিয়েছে আল নাসর। যদিও সে প্রস্তাবে নাকি ‘না’ করে দেন জিদান। এখন রোনালদোকে সঙ্গে নিয়ে আবার জিদান–মিশনে নামল আল নাসর, এবার তারা সফল হয় কি না সেটাই দেখার বিষয়।