‘শাস্তি’ পেয়ে মুখ খুললেন রোনালদো
টটেনহামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ২–0 গোলে জেতা ম্যাচটা বেঞ্চে বসেই কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচের শেষ দিকে তাঁকে ডাগআউটের পাশে গা গরম করতে দেখা গেলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি। উল্টো ম্যাচ শেষ হওয়ার আগেই ডাগআউট ছেড়ে টানেল দিয়ে চলে যান রোনালদো।
এভাবে ম্যাচ শেষ হওয়ার আগেই রোনালদোর মাঠ ছাড়ার বিষয়টি ভালোভাবে নেননি ম্যান ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। রোনালদোর অমন আচরণের শাস্তি হিসেবে তাঁকে আগামীকাল চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন ইউনাইটেড কোচ।
মৌসুমের শুরু থেকে বদলি হিসেবে খেলতে হচ্ছে রোনালদোকে। এরপর ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি কেটেছে বেঞ্চ গরম করে। সেই ম্যাচের পর রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ইউনাইটেড কোচ টেন হাগ। ইংলিশ গণমাধ্যমের খবর, গতকাল টটেনহামের বিপক্ষে ম্যাচে শেষ দিকে দুই–চার মিনিটের জন্য রোনালদোকে মাঠে নামাতে চেয়েছিলেন টেন হাগ। সেটা মেনে নিতে না পেরেই ম্যাচ শেষের আগে মাঠ ছেড়ে যান রোনালদো।
কিন্তু এর শাস্তি পাওয়ার পর যেন রোনালদো বুঝতে পেরেছেন, তিনি ভুল করে ফেলেছেন। এ কারণেই পুরো বিষয়টির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে লেখার শুরুটা করেছেন এভাবে, 'আমি আমার পুরো ক্যারিয়ার জুড়েই সতীর্থ, পরামর্শক আর কোচদের সম্মান রক্ষা করে খেলে যেতে চেয়েছি। এর পরিবর্তন এখনো হয়নি। আমিও বদলাইনি।'
রোনালদো এখানেই থামেননি। ইউনাইটেডের পর্তুগিজ তারকা এরপর লিখেছেন, '২০ বছরের অভিজাত ফুটবল ক্যারিয়ারে আমি আগে যেমনটা ছিলাম, এখনো তেমনই আছি। আমার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় শ্রদ্ধার বিষয়টি সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'
দিন কয়েক আগে একটি খবর এসেছিল, ইউনাইটেডে রোনালদো বেঞ্চে বসে কাটালেও তরুণ খেলোয়াড়দের বেড়ে উঠতে সাহায্য করছেন। কিন্তু গতকাল টটেনহাম ম্যাচে তিনি যা করেছেন, তরুণ খেলোয়াড়দের জন্য সেটি মোটেই উদাহরণীয় কোনো বিষয় নয়। এটা মনে পড়তেই হয়তো রোনালদো লিখেছেন, 'আমি সব সময়ই তরুণদের জন্য উদাহরণ তৈরি করতে চেয়েছি। দুর্ভাগ্যবশত সব সময় এটা সম্ভব নয়। '
টটেনহাম ম্যাচের ওই ঘটনা ভুলে রোনালদো এখন সামনে এগিয়ে যেতে চান। নিজের পোস্টের শেষ দিকে তিনি লিখেছেন, 'এখন আমার মনে হচ্ছে, ক্যারিংটনে (ইউনাইটেডের অনুশীলন মাঠ) কঠিন পরিশ্রম করে যেতে চাই। সতীর্থদের সাহায্য করতে চাই। আর চাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের সেরাটা দিতে চাই।'
রোনালদো সবার শেষে লিখেছেন, 'চাপে ভেঙে পড়াটা কোনো কাজের কথা নয়।'